বিজেপি যোগের জল্পনা সত‍্যি? দেবাংশুর ‘গুগলি’তে অস্বস্তিতে সৌরভ

বাংলাহান্ট ডেস্ক: অভিনয় জগতের মানুষেরা তো প্রায়ই আসেন ‘দাদাগিরি’তে (Dadagiri)। সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের (Sourav Ganguly) সঙ্গে চুটিয়ে খেলেন এই জনপ্রিয় গেম শো। আর এবারে দাদাগিরিতে রাজনৈতিক জগতের মানুষ দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। এসে শুধু খেললেনই না, দাদার উপরে দাদাগিরিও করলেন যুব তৃণমূলের এই জনপ্রিয় নেতা।

সদ‍্য প্রকাশ‍্যে এসেছে দাদাগিরির আসন্ন পর্বের প্রোমো। আর তা দেখেই সবার চক্ষু চড়কগাছ। গত বিধানসভা নির্বাচনের সময়ে সৌরভের বিজেপিতে যোগদানের জল্পনার প্রসঙ্গ ফের একবার উসকে দিয়েছেন দেবাংশু। বিসিসিআই সভাপতিকে সরাসরি জিজ্ঞাসা করে বসেছেন তিনি, “বিধানসভা নির্বাচনের আগে আমরা কিছু খবর পেয়েছিলাম…”

IMG 20220218 003759
কিন্তু প্রশ্ন শেষ হওয়ার আগেই প্রবল অস্বস্তি নিয়ে সৌরভ বলে ওঠেন, “আমাকে এসব জিজ্ঞাসা করিস না”। কিন্তু দেবাংশু ছাড়নেওয়ালা নন। সঙ্গে সঙ্গে তিনি পালটা প্রশ্ন করেন, তবে কি তাকে বিশ্বাস করা উচিত ছিল? সৌরভের মুখ দেখেই বোঝা যায় তিনি বেশ ক্ষুব্ধ এই প্রসঙ্গের মুখে পড়ে।

একুশের বিধানসভা নির্বাচনের আগে আগে একটি খবরে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। সৌরভ গঙ্গোপাধ‍্যায় নাকি গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন। এমনকি বা‌ংলায় বিজেপির তরফে মুখ‍্যমন্ত্রীর মুখ হিসাবেও উঠে এসেছিল মহারাজের নাম। কিন্তু বিষয়টা নিয়ে কখনোই মুখ খোলেননি সৌরভ। তেমনি বিজেপিও কখনো বিষয়টা স্বীকার করেননি।

https://www.instagram.com/p/CaCxSiLqmEu/?utm_medium=copy_link

 

যদিও পরে সৌরভ জানিয়েছিলেন, তিনি রাজনীতিতে যোগ দেওয়ার কথা ভাবছেন না। এবার সেই গুঞ্জন, জল্পনাই যাই বলুন, সেটা সত‍্যি ছিল কিনা তা কি আদৌ ‘দাদাগিরি’তে সৌরভ বলবেন? তা জানা যাবে আসন্ন পর্বেই। তবে এদিন দেবাংশুর সঙ্গে মজাতেও মেতেছেন সৌরভ। যুবনেতার বিয়ে নিয়েও খুনসুটি করেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর