বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের অষ্টম দফার নির্বাচন শেষের দিকে। সোমবার সপ্তম দফার নির্বাচন হচ্ছে। আগামী ২৯ এপ্রিল শেষ দফার নির্বাচন শেষ হবে। অষ্টম এবং শেষ দফার নির্বাচনের প্রচার মঙ্গলবার ২৭ তারিখ শেষ হয়ে যাচ্ছে। আর এবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ঘরে ফেরার পালা। দীর্ঘ দেড় মাস ধরে শাসক থেকে বিরোধী সব দলের নেতা-নেত্রীরাই রাজ্য চষে বেরাচ্ছেন।
এই চার মাসে প্রতিটি নেতা-নেত্রীরা শতাধিক জনসভা, র্যালি, পদযাত্রা করেছেন। এখন তাঁদের সবার বিশ্রাম নেওয়া পালা। আগামী ২ মে’র পর আবার সবার আনন্দের পালা। কিন্তু এবার আর সেরকম আনন্দ উৎসব কেউই পালন করতে পারবেন না। কারণ এবার করোনা রক্তচক্ষু দেখাচ্ছে। এবার যেই দলই জিতুক না কেন, সবারই আনন্দ সীমিতই থাকবে।
আর এর মধ্যে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছে। ওই ছবিতে ওনাকে বীরভূমের তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে। দেবাংশু ছবি পোস্ট করে লেখেন, ‘শেষ সাড়ে চার মাসে ৫১১ টি সভা, পদযাত্রা সাঙ্গ করে প্রচারের শেষ লগ্নে আজ মায়ের সাথে দেখা করে বাড়ি ফিরছি.. মায়ের কাছে অনেক আবদার রাখলাম, মা শুনল.. অনুভব করলাম, সব শোনার শেষে মা বলল, “মেয়েই থাকছে..” আশ্বস্ত আমি মাকে বলে এলাম, “তুমিও ভালো থেকো..”
দেবাংশুবাবু এই পোস্টের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে, এবার বাংলায় আবার তৃণমূল সরকারই ফিরছে। এমনকি তিনি এও বলেছেন যে, স্বয়ং মা ওনাকে বলেছেন মেয়েই থাকছেন। সোশ্যাল মিডিয়ায় দেবাংশুর পোস্ট করা এই ছবিটি নিমিষের মধ্যে ভাইরাল হয়ে যায়।