নেত্রীর অসম্মানে গায়ে জ্বালা ধরে না? এবার অন্তত…, কাকে নিশানা দেবাংশুর?

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ স্বয়ং মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) অপমান! কিন্তু প্রতিবাদে একটি শব্দও খরচ করেননি, জনপ্রতিনিধি এবং পদাধিকারীরা। তাতেই এবার মেজাজ হারালেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattachariya)। সরাসরি কারও নাম না নিলেও ওই সমস্ত ‘নীরব’ তৃণমূল নেতাদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে দেবাংশুর অনুরোধ, ‘নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন।’ তৃণমূল নেতার এই মন্তব্য শুনে পাল্টা কটাক্ষ করেছেন সিপিএমের শতরূপ ঘোষ।

মুখ্যমন্ত্রীর অপমানে মুখ না খোলায় কাকে নিশানা দেবাংশুর (Debangshu Bhattachariya)

সোশ্যাল মিডিয়া পোস্টে এদিন দেবাংশু (Debangshu Bhattachariya) দলের প্রতি কৃতজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে অনুরোধ করেছেন, ‘জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের কাছে অনুরোধ, দয়া করে নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন। এই নেত্রী এবং দলের অনুমোদনই আপনি, আমি আজ কেউ নির্বাচিত সদস্য, কেউ বা বড় পদের অধিকারী। এই নেত্রীর জন্যেই আজ আমাকে, আপনাকে লোক চিনেছে, জিতিয়েছে।’

নেত্রীর অসম্মানে অন্তত নিজে থেকে প্রতিবাদ টুকু করার আহ্বান জানিয়ে দেবাংশু (Debangshu Bhattachariya) লিখেছেন, ‘নেত্রীকে অসম্মান করলে গায়ে জ্বালা ধরে না? তখনও নির্দেশ আসার অপেক্ষা করতে হয়? নিজে থেকে একটা মিছিল কিংবা একটা পথসভা করলে কি দল আপনাকে তাড়িয়ে দেবে? পার্টি অফিস গুলোতে যে শতশত চামচাদের নিয়ে বসে থাকেন, যাদেরকে দিয়ে শুধুমাত্র নিজের সঙ্গে সেলফি কিংবা আপনার ড্রেন উদ্বোধনের ছবি পোষ্ট করান, এসব ইস্যুতে তাদের দিয়ে একটা করে ফেসবুক, টুইটারে পোষ্ট তো করাতে পারেন অন্তত! পারেন না?’

এখানেই শেষ নয় দল যেভাবে সবার কঠিন সময়ে পাশে থাকে সেভাবেই তৃণমূল নেতাদেরও দলের পাশে থাকার বার্তা দিয়ে দেবাংশু (Debangshu Bhattachariya) লিখেছেন,’দল আপনাকে কঠিন সময়ে দেখেছে, এগিয়ে দিয়েছে। আপনারা কেন যুদ্ধের সময় চুপ থাকেন? আপনারা কেন লড়াইয়ের সময় পড়ে পড়ে ঘুমোন? অসময়ে কোথায় হারিয়ে যান? এলাকায় একটা মিছিল বার করেন না কেন? সোশ্যাল মিডিয়ায় একটা পোষ্ট করেন না কেন? অনুষ্ঠানের সময় তো মঞ্চে ইয়া বড় বড় ফুলের বুকে আর লম্বা লম্বা উত্তরীয় গলায় ঝোলাতে দুবার ভাবেন না!’

আরও পড়ুন: শাঁখা-পলা পরতে বাধা! কালো হিজাব পরতে হবে, মোথাবাড়িতে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিন্দু মহিলাদের

পদের দাবি জানানোর প্রসঙ্গ টেনে তৃণমূল নেতার (Debangshu Bhattachariya) কটাক্ষ, ‘পদের দাবি জানানোর সময় তো গলার জোরে গগন ভেদ করার জোগাড় হয়.. কিন্তু যুদ্ধের সময়? মৌনব্রত? সব ইস্যুতে দল কিংবা মন্ত্রীরা বলে দেবে, তারপর নামতে হবে? প্রতিবার উপর থেকে আসা কর্মসূচির অপেক্ষা করতে হবে?’ এখানেই শেষ নয় একতরফা প্রতিবাদ জানানোর বিষয় নিয়েও এদিন তীব্র আক্রমণ শানালেন এই তৃণমূল নেতা। তাঁর কথায়, ‘আমরা কজনই লড়ব শুধু? আমরা কজনই মুখ খুলব প্রতিবার? আমরাই গালাগাল খাব? আমাদেরও তো পরিবার আছে, বাড়িতে বুড়ো মা, বাবা আছে। আমরাও তো গা বাঁচিয়ে চলতে পারি! কই, পালিয়ে যাই না তো! আপনারা পালান কেন?’

দেবাংশুর আরও প্রশ্ন, ‘সিনিয়র মন্ত্রীরা হাজার একটা কাজের মাঝে ব্যস্ত থাকেন। তারা তাদের সুযোগ সুবিধা মত বলেন বা করেন মাঝে মাঝে। কিন্তু আপনারা? গা বাঁচিয়েই যদি চলবেন তবে পঞ্চায়েতে, পৌরসভার, বিধানসভায়, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন?’ সবশেষে তাঁর অনুরোধ, ‘ঢাল, তরোয়াল না ধরুন, এবার থেকে অন্তত একটু মুখ খোলা প্র্যাকটিস করুন। রাস্তায়, মাঠে, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় যেখানেই হোক… প্লিজ। তারপর না হয় আপনারাই আবার কাউন্সিলর, কর্মাধ্যক্ষ, সভাপতি, বিধায়ক, সাংসদ হবেন।

দেবাংশুকে পাল্টা কটাক্ষ করে বাম নেতা শতরূপ ঘোষ বলেছেন, ‘সামনে ভোট আসছে। তাই টিকিট পেতে নিজেদের বিশ্বস্ততা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন তৃণমূল নেতারা। দেবাংশুর পোস্ট সেই পরিকল্পনার অংশ।’ তবে এদিন দেবাংশুর এই পোস্টের পর দলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি এখনও।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X