CPM-র সততার মুখোশ খুলতে ই-মেল চালু তৃণমূলের! চল্লিশ মিনিটেই ৪০০ খানা, দাবি দেবাংশুর

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে তোলপাড় রাজ্য। বিগত কিছুমাস ধরে শিক্ষক কেলেঙ্কারিতে একের পর এক তৃণমূল নেতা-মন্ত্রীর নাম জড়ানোর যথেষ্টই অস্বস্তিতে শাসকদল। নিজেদের ওপরে ওঠা অভিযোগ সরিয়ে পাল্টা বাম জমানায় নিয়োগে দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। সুপারিশেই চাকরি হয়েছে সিপিএম (CPM) আমলে বহুজনার এমনটাই অভিযোগ নিয়ে সরব শাসকদল। এই পরিস্থিতিতেই এবার বাম জমানায় চাকরিক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আরও জোরদার করে তুলতে অভিনব প্রয়াস জোড়াফুল শিবিরের।

কী সেই উদ্যোগ? তৃণমূল তরফে চালু করা হয়েছে একটি বিশেষ ই-মেল (Email) আইডি। সেই ই-মেল আইডিতে নিজেদের অভিযোগের কথা জানাতে পারবেন রাজ্যের আম জনতা। তৃণমূলের আইটি ও সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্বে থাকা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) একটি ভিডিয়ো পোস্ট করে এই কথা জানিয়েছেন। সমাজমাধ্যমেও এই নিয়ে লম্বা-চওড়া পোস্ট করেছেন তিনি।

   

ঠিক কী বলেছেন দেবাংশু? ফেসবুকে তিনি লেখেন, “সিপিএমের দখলদারির রাজত্বে যারা যোগ্য হয়েও সরকারি চাকরির ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন কমরেডদের বউ, শালা, ভাই, দাদা বা ভাগ্নেদের জন্য, বিশেষত ২০০৭-২০১০ পর্যন্ত যাদের চাকরির পরীক্ষার নাম্বার ট্যাম্পারিং হয়েছে বলে বিশ্বাস করেন, তারা নিজেদের নাম, জেলা, ফোন নাম্বার ও পরীক্ষার ভ্যালিড ডকুমেন্ট সহ এই ID- তে মেইল করুন। আপনার কাগজ বৈধ হলে আমাদের তরফ থেকে ফোন করে সমস্ত ঘটনা শোনা হবে।”

পাশাপাশি তার সংযোজন, “যারা নিজ এলাকায় সিপিএম নেতাদের বাড়িতে সরকারি চাকরির হদিস দিতে পারবেন, যারা জানেন আপনার স্থানীয় প্রাক্তন বাম বিধায়ক, সাংসদ, প্রাক্তন সিপিএমের চেয়ারম্যান, কাউন্সিলর কিংবা তৎকালীন সময়ে বামফ্রন্টের বিভিন্ন পদারিকারী, কিংবা আপনার এলাকার লোকাল অথবা জোনাল কমিটির নেতা, যাদের কোনো না কোনো আত্মীয় বা পরিবারের সদস্য অন্যায় উপায়ে সরকারি চাকরি পেয়েছেন, সেই নেতাদের নাম, তাদের তৎকালীন পদ এবং তার পরিবারে চাকরি পাওয়া ব্যক্তিদের ডিটেলস সহ এই একই আইডিতে মেইল করুন।”

tmc flag

সেই নিয়েই CpmCheatedUs@gmail.com নামে একটি ইমেল ঠিকানাও দিয়ে দিয়েছেন দেবাংশু। শুধু তাই নয়, দেবাংশুর দাবি, এই বিষয়ে ফেসবুকে পোস্ট করার চল্লিশ মিনিটের মধ্যে প্রায় ৪০০ ইমেল ঢুকেছে। তৃণমূলের আইটি ও সোশাল মিডিয়া সেলের ইনচার্জ বলেন, “এখান থেকেই আমরা যা তথ্য পেয়ে যাব, তা সিপিএম-এর সততার মুখোশ উন্মোচন করতে যথেষ্ট।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর