বাংলাহান্ট ডেস্ক : পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) কি শেষ পর্যন্ত ‘ফোঁড়া’-র সঙ্গে তুলনা করলেন দেবাংশু ভট্টাচার্য Debangshu Bhattacharya)? আবার এই ফোঁড়াকে নাকি অবিলম্বে ফাটিয়ে দেওয়া দরকার বলেও মনে করেন তিনি। যুব তৃণমূল (TMC) নেতার এই পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
বৃহস্পতিবারই কুণাল ঘোষ পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রিত্ব এবং দলীয় পদ খারিজ করার দাবি তুলে ট্যুইট করেছেন। এর মধ্যেই একটি ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন দেবাংশুও। তিনি লিখেছেন, ‘ঠাকুমা বলতেন,ফোঁড়া যখন পুঁজে ভরে এসেছে, অনতিবিলম্বে তাকে ফাটিয়ে দেওয়াই শ্রেয়। শরীর ভালো থাকে, শান্তিতে ঘুমানোও যায়। একটি ফোঁড়ার জন্য গোটা শরীরকে কষ্ট দেওয়া বৃথা।’
তাঁর এই ট্যুইটে কোথাও পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ উল্লেখ নেই। কিন্তু, এই পোস্ট যে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশেই করেছেন তা বুঝতে অসুবিধা হয় না। কিছুদিন আগেই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে দেবাংশু দাবি করেন, অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় যাঁকে পার্থ ঘনিষ্ঠ বলে দাবি করা হচ্ছে তিনি একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত ছিলেন না। তা আসলে একটি রক্তদান শিবিরের ছবি। এবার নতুন ট্যুইট করে তৃণমূলের যুব নেতা বুঝিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করাকেই সমর্থন করেন তিনি। পক্ষেই তিনি।
উল্লেখ্য, অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ায় ফ্ল্যাটে বুধবার তল্লাশি চালায় ইডি। উদ্ধার হয়েছে ২৯ কোটি টাকা। জানা গিয়েছে, অর্পিতা জেরার মুখে স্বীকার করেছেন ওই টাকা তাঁর নয়। ইডির বিশেষ সূত্রের খবর, ‘টাকা কার তা স্বীকার করেছেন অর্পিতা। বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড় উদ্ধার হওয়ার পর পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী জানান, ‘ওই টাকা আমার নয়। ওই রুমে আমার যাওয়াও বারণ ছিল। টাকা রাখা হত জানতাম কিন্তু এত টাকা ছিল তা জানতাম না।’ অর্থাৎ ওই টাকার পাহাড় তাঁর ফ্ল্যাট থেকে পাওয়া গেলেও তিনি আসল মালিক ছিলেন না বলেই জানিয়েছেন অর্পিতা।