বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচন শেষে বঙ্গে আবারও তৃণমূল (tmc) সরকার ক্ষমতায় ফিরতেই, গেছে যাচ্ছে বহু দলবদলুরা আবারও ফিরতে চাইছেন নিজের পুরনো ঠিকানায়। বিভিন্ন কারণ দেখিয়ে পদ্ম শিবির ছেড়ে কেউ ফিরতে চাইছেন সবুজ শিবিরে, আবার কেউ এখনও কোন সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি। তবে এই পরিস্থিতিতে একটি মজাদার ফর্ম বের করলেন দেবাংশু ভট্টাচার্য (debangshu bhattacharya)।
সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা দুই দলবদলু নেতৃত্ব দিপেন্দু বিশ্বাস এবং সোনালি গুহ, নারদ মামলার পর বিজেপি শিবিরের সঙ্গে সকল সম্পর্ক ত্যাগ করেছেন। এরই মধ্যে গেরুয়া শিবির ছেড়েছেন আরও অনেকেই। তবে সোনালি গুহ ট্যুইট করে পদ্ম শিবির ছেড়ে আবারও ঘাসফুলে ফেরার আর্জি জানিয়েছেন। আর অন্যদিকে নির্বাচনের ফলাফল প্রকাশ এবং তারপর নারদ মামলায় গ্রেফতার হওয়ার পর বিজেপি ত্যাগী শোভন- বৈশাখীও মমতা ব্যানার্জির গুণগান করেছিলেন।
তবে এবার এইসকল দলবদলুদের উদ্দেশ্যে একটি ‘বেসুরো স্বীকারোক্তি ফর্ম’ তৈরি করলেন দেবাংশু ভট্টাচার্য। কিছুটা মজার ছলেই এই ঘরে ফেরার আবেদনপত্র তৈরি করলেও, তা মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
দেখে নিন একবার সেই ফর্ম-
ফর্মে দেখা যাচ্ছে- ৯ টি প্রশ্ন রাখা হয়েছে সেখানে। ফর্মের নাম রাখা হয়েছে ‘বেসুরো স্বীকারোক্তি ফর্ম’। জানতে চাওয়া হয়েছে, বেসুরো হওয়ার সময়, কারণ, বর্তমানে সুর ফিরে পাবার কারণও। এমনকি সেখানে আরও জানতে চাওয়া হয়েছে- ২ রা মে’র পর এই বেসুরো নেতৃত্বদের সময় কাটছে কিভাবে? উত্তরে বেশকিছু অপশনের সঙ্গে রাখা হয়েছে শুভেন্দু অধিকারীকে অভিশাপ দিয়ে নাকি নিজের কপাল ঠুকে ঠুকে? আবার জানতে চাওয়া হয়েছে- নিজেকে ধান্দাবাজ মনে করেন কিনা এই দলবদলু নেতারা? তবে সব উত্তরের জন্য আগে থাকতে বেশকিছু অপশন দেওয়া রয়েছে, শুধু টিক দিলেই চলবে।