‘ঘণ্টা চারেকের জন্য ফিরে এসেছিলেন জ্যোতি বসু”, দেবাংশুর পোস্টে পাল্টা বুদ্ধদেবকে নিয়ে খোঁচা

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ রাজনীতিতে দেবাংশু ভট্টাচার্য নামটি বিগত এক বছরে বেশ প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। ‘খেলা হবে’ গানের মাধ্যমে রাজনীতির ময়দানে বিরোধীদের কটাক্ষ থেকে শুরু করে একাধিক সোশ্যাল মিডিয়া ভাইরাল পোস্টের মাধ্যমে সর্বদাই খবরের শিরোনামে থাকেন তৃণমূলের এই যুব নেতা। বিতর্ক যেন তাঁর নিত্যদিনের সঙ্গী। তবে গত দু’দিন ধরে যেভাবে ফেসবুক পোস্টের মাধ্যমে একের পর এক রাজনৈতিক বিতর্কের সম্মুখীন হয়ে চলেছেন দেবাংশু, তাতে বিরোধীরা কটাক্ষ করে তাঁর উদ্দেশ্যে বলতে শুরু করেছে, “দেবাংশু চলে যেখানে যেখানে, বিতর্ক চলে সেখানে সেখানে।”

গতকাল তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যর দুটি সোশ্যাল মিডিয়া পোস্ট মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। যা নিয়ে কিছুসময়ের ভিতর সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। প্রথমে একটি ফেসবুক পোস্টে তিনি দাবি করেন যে, বর্তমানে তৃণমূল দলে গঙ্গার জল এবং ড্রেনের জল মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এরপর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে যে, শেষ পর্যন্ত তাঁকে সেই পোস্টটি ডিলিট করতে হয়। তবে বিতর্ক এখানেই থেমে থাকেনি। রবিবার তৃণমূল নেতার অপর একটি পোস্টকে নিয়ে শুরু হয় জোর তরজা।

কি ছিল তাঁর সেই ভাইরাল পোস্ট?

গতকাল তৃণমূল নেতা দেবাংশু একটি ফেসবুক পোস্টের মাধ্যমে লিখেন, “ঝড়ের চোটে ইলেকট্রিক তার ছিড়ে গতকাল এদিকে ঘন্টা চারেকের জন্য জ্যোতি বসু ফিরে এসেছিলেন।” আদতে এই লেখার মাধ্যমে তিনি বাম আমলে বৈদ্যুতিক বিপর্যয়ের কথা তুলে ধরেন। যেভাবে বাম আমলে দিনের অধিকাংশ সময় অন্ধকারে ডুবে থাকত বাংলা, সে দিক থেকে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার অনেকাংশে সমাধান হয়েছে, পরোক্ষে ঠিক এই কথাটাই এদিন বলেন দেবাংশু। আর এরপরেই বাধে বিতর্ক!

কমেন্ট বক্সে দেবাংশুকে তুলোধোনা

পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই Abhinandan De নামের এক ব্যক্তি কমেন্ট বক্সে দেবাংশুকে তুলোধোনা করে লেখে, “পরপর 5 বছর এসএসসি করিয়ে এবার তোমরা বুদ্ধ বাবুকে ফেরাও দেখি কত মুরোদ।”

ss 2

এক্ষেত্রে দেবাংশুকে পাল্টা আক্রমণ করে ওই ব্যক্তিটি কমেন্ট করে আসলে তৃণমূল আমলে এসএসসি সংক্রান্ত সমস্যার কথাই তুলে ধরে। অর্থাৎ বাম জমানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এসএসসি পরীক্ষার মাধ্যমে বহু চাকরিপ্রার্থীদের চাকরির সুযোগ করে দিতেন, সেই তুলনায় বর্তমানে রাজ্যে এসএসসি পরীক্ষার হাল যে কতটা দুর্বল হয়ে পড়েছে, সেই প্রসঙ্গটি কমেন্ট বক্সে তুলে ধরেন ওই ব্যক্তি।

কমেন্ট বক্সে যুদ্ধ জারি

এছাড়াও অপর এক ব্যক্তি লেখেন, “জ্যোতি বসু একজন সম্মানীয় ব্যক্তি ছিলেন, শ্রদ্ধা করতে না পারলে অযথা কোনো মন্তব্য করবেন না। তবে দয়া করে দুই চারটে react এর লোভে এমন পোস্ট করে নিজেকে ছোটোলোক প্রমান করবেন না।” তবে পাল্টা দিতে ছাড়েননি দেবাংশু। তিনি লেখেন, “মমতা বন্দোপাধ্যায় কে নিয়ে যখন নোংরা নোংরা মিমগুলো ফেসবুকে শেয়ার হয় তখন এই প্রতিবাদটা করেন?তুলনামূলকভাবে এটা অনেক অনেক অনেক ভদ্র।”


Sayan Das

সম্পর্কিত খবর