ভোটযুদ্ধঃ বিজেপিকে টক্কর দিতে এই এলাকায় দেবাংশু ভট্টচার্যকে নামাবে তৃণমূল!

বাংলাহান্ট ডেস্কঃ তৃণমূলের (tmc) প্রার্থী নির্বাচন শুরু হয়ে গেছে। চলছে চূড়ান্ত পর্বের বাছাই। তবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার কালীঘাটের বৈঠকে প্রার্থীদের খসড়া তালিকা জমা পড়েছে বলেও জানা গিয়েছে। বুধবারের মধ্যেই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে বলেও জানা গিয়েছে।

তৃণমূলের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এবারে নির্বাচনে ৮০ উর্দ্ধো কোন সদস্যকে টিকিট দেওয়া হবে না। প্রবীণদের দলে বিশেষ সম্মানিত পদে বসিয়ে যুবদের এবার এগিয়ে দেওয়া হবে। সেই তালিকায় থাকতে পারে দেবাংশু ভট্টাচার্যের (debangshu bhattacharya) নাম, সূত্র মারফত এমনটা জানা যাচ্ছে।

EUfCGYuWsAAad10

শুধুমাত্র দেবাংশু ভট্টাচার্যই নয়, প্রার্থী হিসাবে বিধানসভা নির্বাচনে টিকিট পেতে পারেন তৃণাঙ্কুর ভট্টাচার্যও। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার যুব নেতা হিসাবে তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং অন্যদিকে রাজ্য তৃণমূলের জনপ্রিয় মুখ হিসাবে দেবাংশু ভট্টাচার্য আলোচনার শীর্ষে উঠেছেন। এবার এই যুব নেতাদেরকেই অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাইছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এমনটা জানা গিয়েছে।

সূত্রের খবর, দেবাংশু ভট্টাচার্যকে বালিতে (Bali) প্রার্থী হিসাবে দাঁড় করাতে পারে তৃণমূল। আর অন্যদিকে উত্তর ২৪ পরগনার যে কোনও আসন, অথবা বীজপুর মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের গড় থেকেও দাঁড়াতে পারেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। তবে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এবারের বাংলা দখলের লড়াইয়ে সমস্ত রাজনৈতিক দলই বদ্ধ পরিকর। কেউ কাউকে একচুলও জায়গা ছাড়তে নারাজ। একদিকে চলতে অস্তিত্ব রক্ষার লড়াই, আর অন্যদিকে অস্তিত্ব দখলের লড়াই। তবে অন্যান্যবার নির্বাচনের দিন ঘোষণার পরই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ পেলেও, এবারে তার ব্যাতিক্রম হল। আশা করা যাচ্ছে বুধবারের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল শিবির।

Smita Hari

সম্পর্কিত খবর