বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের যুব নেতা। সমাজমাধ্যমে বেশ সক্রিয় থাকেন দেবাংশু ভট্টাচার্য। একইসঙ্গে তৃণমূলের রাজ্য আইটি সেল এবং সোশ্যাল মিডিয়া উইংয়ের ইনচার্জও তিনি। এবার সেই দেবাংশুই (Debangshu Bhattacharya) তৃণমূলের আইটি সেলকে প্রশংসায় ভরিয়ে দিলেন। একইসঙ্গে জোড়াফুল শিবিরের আইটি সেলে কারা রয়েছেন সেটাও জানালেন।
তৃণমূলের আইটি সেল নিয়ে গর্বিত দেবাংশু (Debangshu Bhattacharya)
দিনদুয়েক আগে সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন তৃণমূলের (Trinamool Congress) যুব নেতা। লেখেন, ‘আমাদের আইটি উইং সুবর্ণকে নিয়ে মাটি খুঁড়ে তথ্য বার করে এনেছে। বার করে এনেছে কৃষ্ণনগরে খুন-ধর্ষণ কাণ্ডে ধৃত রাহুলের আরজি কর আন্দোলনে সোচ্চার হওয়ার তথ্যও’।
দেবাংশু লেখেন, ‘আইটি সেল মানেই বিজেপির মতো ট্রোল আর্মি নয়। সিপিএমের মতো ফেক নিউজ ছড়ানোর মেশিনারি নয়। ইনফরমেশন টেকনোলজি সেলকে ইনভেস্টিগেটিভ অ্যাপ্রোচও রাখতে হয়। রিসার্চ করতে হয়। মেইনস্ট্রিম মিডিয়া বিক্রি হয়ে গেলে কখনও কখনও সাংবাদিকের দায়িত্বও পালন করতে হয়’।
আরও পড়ুনঃ সোমবার নবান্নে বৈঠক! অনশন কী চলবে? রবিতেই বিরাট বার্তা জুনিয়র ডাক্তারদের
এরপরেই তৃণমূলের আইটি সেলের (TMC IT Cell) উচ্ছ্বসিত প্রশংসা করেন যুব নেতা। লেখেন, ‘আমি গর্বিত। আমাদের আইটি সেলে একদিকে যেমন রিসার্চ স্কলাররা আছে, তেমনি আছে প্রথিতযশা বিজ্ঞানীও। আছেন ডাক্তার, সফল আইনজীবী, আইটি সেক্টরে উচ্চপদে কাজ করা ব্যক্তি থেকে শুরু করে উচ্চমাধ্যমিকে জেলায় প্রথম হওয়া ছেলেটাও আমাদের রাজ্য কমিটির সদস্য। এছাড়াও রয়েছেন হাজার হাজার সোশ্যাল মিডিয়ার কর্মী, যারা স্বক্ষেত্রে শীর্ষে পৌঁছেছেন’।
দেবাংশু (Debangshu Bhattacharya) লেখেন, তৃণমূলের আইটি সেল সিপিএম-বিজেপির মতো ‘নেতিবাচক কাজে’ লিপ্ত হয়নি। সত্য তথ্য জোগাড় করে এনেছে, আগামীদিনেও আনবে বলে দাবি করেন শাসকদলের এই যুব নেতা। এদিকে ইতিমধ্যেই তাঁর এই পোস্ট নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘সমবেদনা রইল সেই রিসার্চ স্কলার, বৈজ্ঞানিক, ডাক্তার, আইনজীবী ও মেধাবী ছাত্র/ছাত্রীর জন্য যারা এই মাথামোটার নেতৃত্বে কাজ করেন’। অনেকে অবশ্য আবার প্রশংসাও করেছেন।