বাংলা ভাষার শ্রাদ্ধ করেছে বিজেপি! ফের বিস্ফোরক ভিডিও নিয়ে এলো দেবাংশু

বাংলাহান্ট ডেস্কঃ বিজেপির (bjp) তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণার পর গেরুয়া শিবিরকে কতটাক্ষ করলেন তৃণমূল (tmc) সমর্থক দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। প্রার্থী তালিকা প্রকাশের সময় কেন্দ্রীয় নেতৃত্বের নানারকম ভুল ভ্রান্তি খুঁজে বের করে, স্যোশাল মিডিয়ার মাধ্যমে বঙ্গ রাজনীতির আগুনে ধুনো ঢেলে দিলেন দেবাংশু ভট্টাচার্য।

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় নেতৃত্বের বিজেপি প্রার্থী তালিকা প্রকাশের কিছুটা ভিডিও শেয়ার করেন দেবাংশু ভট্টাচার্য। যেখানে দেখা যায় বাংলার বিধানসভা কেন্দ্রের নাম এবং প্রার্থী তালিকা পড়ছেন কেন্দ্রীয় নেতৃত্ব। যেখানে তিনি- ডোমজুরকে জোমডুর, চারকেশ্বের (তারকেশ্বর), চুঞ্চুড়া (চুঁচুড়া), সোনপুর সাউথ (সোনপুর সাউথ), চান্ডিতলা (চণ্ডীতলা) বলে উচ্চারণ করেন।

   

https://www.facebook.com/DebangshuBhattacharyaOfficial/videos/807544966773863

কেন্দ্রীয় নেতৃত্বের এই ভুল ধরে স্যোশাল মিডিয়ায় বিজেপিকে তুলোধোনা করলেন দেবাংশু ভট্টাচার্য। তাঁর কথায়, ‘এতদিন বাংলা ভাষার এবং বাংলার মনীষীদের শ্রাদ্ধ করার পর, বাংলার আসনের নাম বিকৃতভাবে উচ্চারণ করলেন কেন্দ্রীয় নেতৃত্ব। বাপের জন্মে এইসব জায়গার নাম শুনেছেন? এতে করে পরিষ্কার বাংলার মাটিকে না চিনেই, তাঁরা বাংলায় ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে। বিজেপির কোন বাঙালি নেতৃত্ব নেই, একজন অবাঙালিকে দিয়ে ভুলভাল উচ্চারণ করে বাংলার মানুষের অপমান করছে’।

প্রার্থী তালিকা প্রকাশের সময় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ঠিক কোন আসনের হয়ে বিধানসভা নির্বাচনে লড়ছেন, তা নিয়ে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়। সেবিষয়ে বিজেপিকে কটাক্ষ করে দেবাংশু বলেন, ‘বলা হল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় নির্বাচনে লড়ছেন চণ্ডীতলা থেকে। কিন্তু তারপরই তাঁকে পাশ থেকে অন্যজন বলে দিলেন, চন্ডিতলা না টালিগঞ্জের হয়ে লড়ছেন তিনি। এরপর তিনি নিজের চোতার সঙ্গে অন্য একটি চোতা মিলিয়ে নিজেরটা ভুল দেখে পেন দিয়ে কেটে দিলেন। তারপর বলছেন বাবুল সুপ্রিয় টালিগঞ্জ থেকে লড়বেন এবং ‘চণ্ডীতলা’ থেকে লড়বেন যশ দাশগুপ্ত’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর