‘আমি হলে আরও জোরে চালাতাম’! ব্রাত্যের গাড়িতে ‘চাপা’ যাদবপুরের ছাত্র! বিস্ফোরক দেবাংশু

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার সারাদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) নৈরাজ্যের ছবি দেখা গিয়েছে। সেখানে একটি অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার ওপর দিয়ে ব্রাত্যর গাড়ি চলে গিয়েছে। এই অভিযোগ অবশ্য মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya), রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসরা।

বিস্ফোরক মন্তব্য দেবাংশুর (Debangshu Bhattacharya)!

শিক্ষামন্ত্রীর গাড়িতে যাদবপুরের ছাত্রের চাপা পড়ার অভিযোগে সরব বামেরা। তৃণমূল তা খারিজ করে দিয়েছে। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বলেন, ‘না না। শিক্ষামন্ত্রীকে হেনস্থা করেছে। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দিয়েছে। আজ শিক্ষামন্ত্রীকে নিগ্রহ করেছে। তিনি এসএসকেএমে ভর্তি (প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়)। আমাদের শিক্ষাবন্ধুদের অফিস জ্বালিয়ে দিয়েছে। এরা কারা?’

‘গণতন্ত্র কোথায়’? প্রশ্ন করেন রাজ্যের মন্ত্রী। অরূপ বলেন, ‘গণতন্ত্রের জন্য কারা গলা ফাটাচ্ছে? ওরা যদি আমাদের দুর্বল ভাবে, তাহলে ওরা মূর্খের স্বর্গে বাস করছে। আজ থেকে যাদবপুরে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই শুরু হল। আগামীদিনেও লড়াই চলবে’। এই ঘটনা নিয়ে সরব হয়েছেন তৃণমূলের যুব নেতা তথা দলের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যও (Debangshu Bhattacharya)।

আরও পড়ুনঃ ছাব্বিশের ভোটের আগেই রাজনীতিতে ফিরছেন মিমি? কুণাল ঘোষ যা লিখলেন… শোরগোল শুরু!

শাসকদলের এই যুব নেতা দাবি করেন, একটি টিভি চ্যানেলে সিপিআইএমের একজন প্রতিনিধি বলেন, তাঁদের একজন পড়ুয়াকে ধাক্কা মেরে চলে গিয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ি। এদিকে সেই টিভি চ্যানেলের ফুটেজেই দেখা যাচ্ছে, শিক্ষামন্ত্রী যখন গাড়িতে বসছেন, সেই সময় কয়েকজনকে বলতে শোনা যায়, ‘পাথর নিয়ে আয়, পাথর নিয়ে আয়’। পরবর্তীতে পাথর দিয়ে সত্যি সত্যি ব্রাত্য বসুর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। গাড়িতে জুতো মারা হয়।

Debangshu Bhattacharya property net worth

দেবাংশু (Debangshu Bhattacharya) বলেন, ‘এরপরেও কি শিক্ষামন্ত্রী নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করবেন? কারণ উনি তো ভেতরে পুলিশ ডাকতে পারবেন না?’ তৃণমূল নেতা আরও বলেন, ‘আজ শিক্ষামন্ত্রী যদি ওই অবস্থা থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে না আসতেন, তাহলে গাড়ির কাঁচটা ভাঙার পর তাঁর মাথা ফাটানো হতো। তিনি বসে থাকবেন? এরপর কান্নাকাটি করছেন, কেন ছেলেটা ধাক্কা লেগে পড়ে গেল? যদি বনেটের ওপর বসে থাকেন, তাহলে ফুল-চন্দন দিয়ে পুজো করা হবে? ব্রাত্য বসুর জায়গায় আমি থাকলে ওখান থেকে আরও জোরে গাড়িটা চালিয়ে বেরোতাম’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর