‘CBI ব্যর্থ!’ RG Kar কাণ্ডে সঞ্জয়ের ফাঁসি না হওয়ায় রেগে লাল দেবাংশু, স্পষ্ট জানালেন…

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে শাস্তি পেল আরজি করের ধর্ষণ-খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়। বিচারের প্রথম ধাপ পেরনো গেলেও ফাঁসি হল না সঞ্জয় রায়ের। শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস আজ তার আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন। সোমবার সকাল থেকেই এই মামলার দিকে নজর ছিল গোটা দেশের।

সঞ্জয়ের ফাঁসি না হওয়ায় ‘সিবিআই ব্যর্থ’ বলে কটাক্ষ দেবাংশুর (Debangshu Bhattacharya)

সবাই আশা করেছিলেন ১৬৪ দিনের মাথায় অবশেষে ন্যায় বিচার পাবেন তিলোত্তমা। ফাঁসির সাজা ঘোষণা করা হবে অভিযুক্তের। কিন্তু সবাইকে অবাক করে বিচারক তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলেন। স্বভাবতই এই রায় ঘোষণায় খুশি নন কেউই।

আজ শিয়ালদহ আদালত চত্বরে থিক থিক করছে ভিড়। সকাল থেকেই লোকে লোকারণ্য। অবশেষে দুপুর তিনটের পর রায় ঘোষণা শুরু হতেই বিচারক  অভিযুক্ত সঞ্জয়কে আমৃত্যু জেলে থাকার নির্দেশ দিলেন। গত শনিবার, কলকাতা পুলিশের ওই সিভিক ভলান্টিয়ারকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ), ৬৬ (ধর্ষণের জন্য মৃত্যু), ১০৩ (১) (খুন) ধারায় দোষী সাব্যস্ত করা হয় তাকে।

আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের সমর্থনে মিছিল করবে BJP সমর্থিত সংগঠন? যা বলল হাইকোর্ট…

সঞ্জয়ের সাজা ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে আসতে শুরু করেছে প্রতিক্রিয়া। শুরু থেকেই আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জুনিয়র ডাক্তারদের সংগঠন থেকে শুরু করে তিলোত্তমার পরিবার। আজ রায় ঘোষণার পর ‘সিবিআই ব্যর্থ’ বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

Debangshu Bhattacharya

আরজি কর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের সাজা ঘোষণা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দেবাংশু (Debangshu Bhattacharya)। সরাসরি সিবিআই-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছেন,’সিবিআই ফাঁসি দেওয়াতে পারল না সঞ্জয়কে। ছিঃ! উল্টোদিকে রাজ্যে অন্য তিনটি ধর্ষণ, খুনের মামলায় রাজ্য পুলিশ অপরাধীদের জন্য আদালত থেকে ফাঁসির সাজা আদায় করে আনতে পেরেছে। কিন্তু এরকম একটা ভয়ঙ্কর সেনসিটিভ মামলাতেও ফাঁসির মতো অনিবার্য সাজা দেওয়াতে পারল না সিবিআই। আবারও প্রমাণ হল সিবিআই ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ…।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর