পঞ্চায়েত ভোটে আর খেলা হবে না! অনুব্রত গড়ে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দেবাংশুর

বাংলাহান্ট ডেস্ক : সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Election) আর এই নিয়ে বিভিন্ন দলের মধ্যে রেষারেষির শেষ নেই। বীরভূমেও (Birbhum) চলছে ভোটের আগে চরম তোড়জোড়। সেখানে এখন তৃণমূলের পোড়খাওয়া নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) না থাকলেও তাঁর জায়গা ছাড়তে রাজী নয় তাঁর দলের অন্যান্য কর্মীরা। তবে বীরভূমে হাজির হয়েই তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya) স্পষ্টতই জানান যে, এইবার পঞ্চায়েত ভোটে বীরভূমে কোনো খেলা হবে না। আর তাঁর এই বক্তব্য নিয়েই শুরু হয়ে যায় নানা জল্পনা।

তবে কী সত্যিই অনুব্রত মণ্ডল না থাকায় বীরভূমে ভোট হবে না? কিন্তু এইসব প্রশ্নের উত্তর খুব সহজ ভাবেই দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। দুবরাজপুরের অনুষ্ঠানে তিনি ব্যাখা করে দেন কেন তিনি এই রকমটা বলেছেন। তিনি খুব সহজ ভাষায় জানান যে, খেলা সেখানেই হয় যেখানে উল্টোদিকের খেলোয়াড়রাও সেই খেলায় সমান পারদর্শী হন। কিন্তু এখানে তিনি আপাতত কোনো প্রতিদ্বন্দ্বী দেখছেন না। দেবাংশুর কথায়, “পঞ্চায়েত এমনি ওয়ার্ম আপ। ওই ফুটবল নিয়ে আমরাই নাচানাচি করব আর কী।”

   

পাশাপাশি তৃণমূলের যুব নেতার বক্তব্য, প্রধান খেলা তো হবে, লোকসভায়। পঞ্চায়েত ভোটকে খুব একটা গুরুত্ব না দিয়ে তিনি আরও জানান যে, বিধানসভায় যেমন খেলা হয়েছে বা ভোট হয়েছে এবং মানুষ বুঝিয়ে দিয়েছে তাঁরা কাকে চান, তেমনই এবার আবার খেলা বা ভোট হবে লোকসভায়। পঞ্চায়েত ভোট তো তাঁদের পক্ষেই। তাই এই ভোট নিয়ে তাঁদের বিশেষ উৎসাহ নেই।

anubrata mondal debangshu bhattacharya

এর পাশাপাশি তিনি যথেষ্ট আশাবাদী যে, এই পঞ্চায়েত ভোটে তৃণমূলই জয়লাভ করবে এবং বিজেপি জোর করে যেসব জায়গা নিজের বলে আটক করে রেখেছে বা ভাবছে তাঁরা জয়লাভ করবে, আসলে তা নয়। কারণ এই পঞ্চায়েত ভোটেই সাধারণ মানুষ আবার বুঝিয়ে দেবে তাঁরা আসলে কাকে চান। তবে, দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে এসে রাজনৈতিক কাজকর্ম করার পাশাপাশি তিনি সদ্য আত্মহত্যা করা দুবরাজপুর শহর আইটি সেলের সদস্য তথা ছাত্র পরিষদের জেলা সদস্য সোহিনী সূত্রধরের বাড়ি যাবেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর