বাংলাহান্ট ডেস্ক: ‘খেলা হবে’ (Khela Hobe) স্লোগানটার সঙ্গে এখন সকলেই পরিচিত। এতদিন শুধুমাত্র রাজনৈতিক আঙিনাতেই ব্যবহৃত হত এই স্লোগান। এবার বিনোদন জগতেও ঢুকে পড়ল খেলা হবে স্লোগান। বলিউডে একটি ছবিতে ব্যবহৃত হয়েছে তৃণমূলের এই স্লোগান। যুবনেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) ছবিটির পোস্টার শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
একুশের বিধানসভা নির্বাচনের আগে ‘খেলা হবে’ স্লোগানের ধুম উঠেছিল রাজনৈতিক মহলে। স্লোগানের স্রষ্টা ছিলেন দেবাংশু ভট্টাচার্য। পরবর্তীকালে সেই স্লোগান ছড়িয়ে পড়ে গোটা বাংলা জুড়ে। দেবাংশু অবশ্য তেমন কৃতিত্ব পাননি। কিন্তু খেলা হবের জনপ্রিয়তা ওঠে তুঙ্গে। এখন তা পৌঁছে গিয়েছে বলিউডেও।
সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করেছেন দেবাংশু। সেখানে ইংরেজি হরফে লেখা ‘খেলা হবে’। পোস্টারটি শেয়ার করে দেবাংশু লিখেছেন, ‘সিনেমাটাই হওয়া বাকি ছিল’। জানা যাচ্ছে, খেলা হবের পরিচালক সুনীল সিনহা। ছবিতে অভিনয় করেছেন মুগ্ধা গডসে, ওম পুরী, মনোজ যোশী, রুশাদ রানা, রতি অগ্নিহোত্রীর মতো অভিনেতা অভিনেত্রীরা। জানা যাচ্ছে, চলতি বছরেই মুক্তি পেতে চলেছে ছবিটি।
দেবাংশু ভট্টাচার্যর সৃষ্টি খেলা হবের স্লোগান সম্ভবত এই প্রথম কোনো ছবিতে ব্যবহার করা হচ্ছে। এর আগে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের সময়েও খেলা হবের প্রভাব দেখা গিয়েছিল। শুধু শব্দ গুলো বদলে হয়েছিল ‘খেলা হুই’। বিষয়টা নিয়ে মন্তব্য করেছিলেন দেবাংশু। তিনি বলেছিলেন, খেলা হবে উত্তর প্রদেশেও পৌঁছে গিয়েছে দেখে ভাল লাগছে।
তবে খেলা শব্দটা তো বাংলা। হিন্দিতে সেটা ‘খেল’ না করে বাংলাই রাখা হয়েছিল দেখে খুশি হয়েছিলেন দেবাংশু। সংবাদ মাধ্যমকে দেবাংশু এও জানিয়েছিলেন, ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে হিন্দিতেও খেলা হবে গানটি মুক্তি পাবে।