অনুব্রতর অণ্ডকোষে সমস্যা নিয়ে ব্যঙ্গ! সোশ্যাল মিডিয়ায় ‘বাম্বিজেপি”দের পাল্টা দিলেন দেবাংশু

বাংলা হান্ট ডেস্কঃ অসুস্থ অনুব্রত মণ্ডল বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি। হাসপাতাল সূত্রের খবর, দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতার অণ্ডকোষে ধরা পড়েছে সমস্যা। অনুব্রতর দুই অণ্ডকোষে জমা পুঁজের ইতিমধ্যেই চিকিৎসাও শুরু করেছেন চিকিৎসকরা। আর এই খবর সামনে আসতেই একদিকে যখন তৃণমূলের নেতার আরোগ্য কামনা করেছেন, তেমনই বিরোধী দল এবং সোশ্যাল মিডিয়ার একাংশের দিক থেকে ধেয়ে এসেছে তীব্র কটাক্ষ। এবার অনুব্রত মণ্ডলের ‘ডিফেন্সে’ এগিয়ে আসলেন যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য।

দেবাংশু ভট্টাচার্য এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, “একটা মানুষের নিম্নাঙ্গে কিছু সমস্যা ধরা পড়েছে। বিরোধী রাজনৈতিক দল এবং কিছু প্রগতিশীল সাংবাদিক সেটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছেন সোশ্যাল মিডিয়া জুড়ে। অদ্ভুত ভাবে, সেই বিদ্রুপকারীদের মধ্যে অধিকাংশ বাম্বিজেপি সমর্থক নারী! অনুব্রত মণ্ডল পুরুষ বলে তাই না?”

তিনি আরো বলেন, “আমি শুধুমাত্র ভাবছি, এই একই জিনিস যদি কোন বিরোধী রাজনৈতিক নেত্রীর ক্ষেত্রে হত, স্থানটা যদি অণ্ডকোষের বদলে ইউটেরাস কিংবা ব্রেস্ট হত, কিংবা হত নিম্নাঙ্গের প্রপার কোন জায়গা, এবং ঠিক সেইটা নিয়েই আমরা ব্যঙ্গ-বিদ্রুপ শুরু করতাম, ফেসবুকীয় বুদ্ধিজীবী সমাজের ছিঃ–ছিৎকার শুরু হয়ে যেত! রাজনৈতিকভাবে কেউ আপনার পছন্দ বা অপছন্দের মানুষ হতে পারে, তা বলে তার শারীরিক সমস্যা নিয়ে ব্যঙ্গ করার অধিকার কি আপনার জন্মায়? আর এই সমস্ত ব্যঙ্গ-বিদ্রূপ করার পরেও নিজেকে শিক্ষিত দাবি করার অধিকার কি আপনার থাকে?”

Screenshot 2022 04 13 at 5.44.59 PM

দেবাংশু এরপর বলেন, “ভগবান একদিকে খারাপ করলে আরেক দিকে ভালো কিছু তো অবশ্যই করেন। শান্ত, সুশীল, নিরপেক্ষ সেজে থাকা কিছু হিংস্র শৃগালের মুখোশ খুলে দেন..”

প্রসঙ্গত, গত সপ্তাহের শুরুর দিকে কলকাতা সিবিআই দপ্তর তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ দেয়। এরপর তিনি বীরভূম থেকে কলকাতায় রওনা দিলেও সিবিআই দপ্তর-এ না গিয়ে শারীরিক অসুস্থতার জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। এরপরই শুরু হয় বিতর্ক। সিবিআই এর হাত থেকে বাঁচার জন্য শারীরিক অসুস্থতার বাহানা দিচ্ছেন, এমন অভিযোগে তৃণমূল নেতাকে বিদ্ধ করতে থাকে বিরোধীরা। তবে এরইমাঝে, অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষার পর তাঁর দুই অণ্ডকোষে ধরা পড়ে সমস্যা। বর্তমানে তাঁর চিকিৎসায় সাত সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে বলে খবর।

 

Sayan Das

সম্পর্কিত খবর