বাংলা হান্ট ডেস্ক : রাম নবমী (Ram Navami) নিয়ে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চলছেই। রাম নবমীর দিন থেকে শুরু করে বিগত কয়েক দিন ধরেই উত্তাল হয়ে উঠেছে রাজ্য। দফায় দফায় চলছে অশান্তি। জ্বলছে আগুন। ভাঙচুর করা গাড়ি, দোকান বাজার। এরই মধ্যে একে অপরকে দোষারোপ শুরু করেছে বিজেপি ও তৃণমূল। তবে এবার ড্রোনে তোলা ভিডিও প্রকাশ্যে এনে তৃণমূলকে (TMC) কড়া জবাব দেয় বিজেপি (BJP)। এদিন এরই পাল্টা দিল তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য।
দেবাংশু ভট্টাচার্য টুইট করে লেখেন,’সুমিত সাউ নামে যে ব্যক্তি অস্ত্র নিয়ে রাম নবমীর মিছিলে গিয়েছিল, সে গ্রেফতার হয়েছে। সে স্বীকার করেছে অস্ত্র নিয়ে মিছিলে যোগ দেওয়ার কথা। এবার বিজেপি কী বলবে? গেরুয়া শিবিরের কাজই তো ভুয়ো খবর ছড়ানো’। রাম নবমীর মিছিলকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার আশেপাশের এলাকা। রিষড়া হুগলি তে বাঁধে সংঘর্ষ ইতিমধ্যেই একটি ভিডিও টুইট করা হয় তৃণমূলের তরফ থেকে।
রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে নজিরবিহীন অশান্তির ঘটনা ঘটেছে দেশ জুড়ে। একই ঘটনা বাংলার হাওড়াতেও। অভিষেক সেই মিছিলের একটি ভিডিয়ো টুইট করেছিলেন। তাতে দেখা গিয়েছিল বন্দুক হাতে মিছিলে নাচতে। এই ঘটনার পর সাংবাদিক বৈঠকে অভিষেক এই ভিডিয়ো দেখিয়ে দাবি করেছিলেন, যেখানেই লুকিয়ে থাকুন, পুলিস তাঁকে গ্রেফতার করবেই।
সপ্তাহ ঘুরতে না ঘুরতেই হাওড়া পুলিস বিহার থেকে গ্রেফতার করল অভিযুক্তকে। পুলিস সূত্রে খবর, ধৃতের নাম সুমিত সাউ। বয়স ১৯। বাড়ি, হাওড়ার মালি পাঁচঘড়া থানার অন্তর্গত শম্ভু হালদার লেনে। বন্দুক নিয়ে মিছিলে নাচানাচি করেই সুমিত বিহারে পালায়। পুলিস তদন্ত করে জানতে পারে মুঙ্গেরে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে আছেন তিনি। সেই অনুযায়ী গোয়েন্দারা তাঁকে মুঙ্গের থেকে গ্রেফতার করেন।
এদিকে, রবিবার সন্ধ্যায় রিষড়ায় রাম নবমীর মিছিলকে (Ram Navami procession) কেন্দ্র করে ধুন্ধুমার হওয়ার পর প্রশ্ন উঠে গিয়েছিল। বাসন্তী পুজোর নবমীর দিন রাম নবমী পালিত হয়। চৈত্র মাসের নবরাত্রির নবমী তিথিতে গোটা দেশ এই পার্বণ পালন করে। সেই মতো গত বৃহস্পতিবার ছিল রাম নবমী। কিন্তু তার তিন দিন পর রবিবার রিষড়ায় (Rishra) কেন রাম নবমীর শোভাযাত্রা বের হল? সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) এই একই প্রশ্ন তোলেন। এরই মধ্যে দেবাংশুর টুইট পরিস্থিতি আরও জটিল করে তুলল বলেই দাবি ওয়াকিবহাল মহলের।