‘অপদার্থ’, ‘ফুটো মেঝে ঢাকতে…’! কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে ফালাফালা আক্রমণ দেবাংশুর

   

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! এদিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাঙাপানি এলাকায় ঘটনাটি ঘটেছে। মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটির ৩টি বগি। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন ১৫ জন। এবার এই নিয়ে সরব হলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

এদিন দুপুর দেড়টা নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন TMC-র এই যুব নেতা। সেখানে কেন্দ্রীয় সরকারকে (Central Government) সরাসরি ‘অপদার্থ’ বলে তোপ দাগেন তিনি। সেই সঙ্গে প্রশ্ন করেন, ‘ফুটো মেঝে ঢাকতে রঙিন কার্পেট আর কতদিন?’


দেবাংশু এদিন লেখেন, ‘ফুটো মেঝে ঢাকতে রঙিন কার্পেট আর কতদিন? গরিব, মধ্যবিত্তের ভরসা সাধারণ ট্রেনগুলি ক্রমশ মৃত্যুপুরী হয়ে উঠছে! নিরাপত্তা শিকেয় … এদিকে ফুটো ঢাকতে রোজ বন্দে ভারত দেখানো হচ্ছে! স্টেশনে বানানো হচ্ছে শপিং মল। অপদার্থ কেন্দ্রীয় সরকারের বদান্যতায় সাধারণ রেলযাত্রী হিসেবে খুবই আতঙ্কিত বোধ করছি’।

আরও পড়ুনঃ বিধানসভা উপনির্বাচনে বিরাট চমক! চার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল BJP, কারা টিকিট পেলেন?

এদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjungha Express) কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে রেল সূত্রে জানা যাচ্ছে, এক্সপ্রেস ট্রেনে ধাক্কা দেওয়া মালগাড়িটি সিগন্যাল ব্রেক করেছিল। ফলত সেটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাইনে চলে আসে এবং সেই এক্সপ্রেস ট্রেনটিকে পিছন থেকে ধাক্কা মারে।

এখন প্রশ্ন হল, কেন সিগন্যাল ব্রেক করল সেই মালগাড়িটি? জানা যাচ্ছে, পূর্ণাঙ্গ তদন্তের পরেই সেই বিষয়ে বিশদে জানা যাবে। তবে জানা যাচ্ছে, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসও সেখানে যাচ্ছেন বলে খবর।

Debangshu Bhattacharya property net worth

এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে লেখেন, ‘দার্জিলিং জেলায় এমন ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে স্তম্ভিত। শুনেছি একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মেরেছে। ডিএম, এসপি, চিকিৎসকদের দল, অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন ততপরতায়কাজ চলছে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর