‘গরিব-মধ্যবিত্তরা হয় ঘটি-বাটি বেচুক, নয়তো…’! গণ ইস্তফা দিতেই ডাক্তারদের আক্রমণ শানালেন দেবাংশু

বাংলা হান্ট ডেস্কঃ জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের মাঝেই গণ ইস্তফা দিয়েছেন আরজি কর হাসপাতালের ৫০ জন সিনিয়র চিকিৎসক। পুজোর আবহে এর ফলে চাপ বেড়েছে সরকারের। রাজ্যের শাসক দলও বিষয়টি ভালোভাবে দেখছে না। এবার যেমন ডাক্তারদের খোঁচা দিলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

  • ডাক্তাররা গণ ইস্তফা দিতেই আক্রমণ শানালেন দেবাংশু (Debangshu Bhattacharya)!

গতকাল সকালে একটি বৈঠকের পর সিনিয়র ডাক্তাররা গণ ইস্তফার সিদ্ধান্ত নেন বলে খবর। বেলা গড়াতেই জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে ইস্তফাপত্রে সই করতে থাকেন একের পর এক চিকিৎসক। গতকাল সরকারকে চিঠি দিয়ে গণ ইস্তফা দিয়েছেন আরজি করের (RG Kar Hospital) সিনিয়র ডাক্তাররা। এবার এই নিয়ে আক্রমণ শানালেন দেবাংশু।

বুধবার সকালে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন তৃণমূলের (Trinamool Congress) যুব নেতা। লেখেন, ‘যে ডাক্তারেরা সরকারি হাসপাতালে ডিউটি করবেন না বলে ইস্তফা দিলেন, তাঁরা কিন্তু প্রত্যেকে প্রাইভেট হাসপাতালে বসবেন এবং বসছেন’। চিকিৎসকদের এই সিদ্ধান্তের ফলে বড়লোকরা চিকিৎসক পাবেন এবং গরিব-মধবিত্তরা ফাঁপরে পড়বেন বলে দাবি করেছেন দেবাংশু।

আরও পড়ুনঃ ‘পরিণীতা’ আসতেই পুড়ল কপাল! পুজোর পরেই শেষ হচ্ছে এই সিরিয়াল! মাথায় হাত দর্শকদের

তৃণমূল (TMC) নেতা লেখেন, ‘অর্থাৎ, একজন মধ্যবিত্ত মানুষ সরকারি হাসপাতালে যে ডাক্তারের সান্নিধ্য বিনামূল্যে পেতেন, এখন এই নতুন ড্রামাবাজির জন্য তাদের সান্নিধ্য পেতে হাজার খানিক টাকা খরচ করতে হবে ‘ভিজিট ফি’ হিসেবে। আরও সোজা ভাষায় বললে, বড়লোকেদের ট্রিটমেন্ট হবে। গরিব-মধ্যবিত্তরা হয় ঘটি-বাটি বেচুক, নয়ত মরুক! শাবাশ! শারদীয়ার শুভেচ্ছা নেবেন ডাক্তারবাবুরা…’।

Debangshu Bhattacharya exclusive interview

এদিকে আবার জানা যাচ্ছে, আরজি কর হাসপাতালে সিনিয়র ডাক্তাররা আদৌ গণ ইস্তফা দিয়েছেন কিনা সেই বিষয়ে রাজ্য সরকারের কাছে কোনও তথ্য নেই। এই বিষয়ে নির্দিষ্ট হওয়ার পরেই রাজ্যের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। এর মাঝেই শাসক দলের যুব নেতা দেবাংশুর (Debangshu Bhattacharya) এই পোস্ট নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

উল্লেখ্য, দশ দফা দাবি সামনে রেখে ধর্মতলায় আমরণ অনশন করছেন ৭ জন জুনিয়র ডাক্তার। এমতাবস্থায় তাঁদের পাশে দাঁড়িয়ে গতকাল গণ ইস্তফা দেন আরজি করের ৫০ জন সিনিয়র চিকিৎসক। এবার এই নিয়ে আক্রমণ শানালেন দেবাংশু।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর