মুখ্যমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগ! শুভেন্দুর ভিডিও দেখিয়ে বিচার চাইলেন দেবাংশু

বাংলা হান্ট ডেস্ক : শুভেন্দু অধিকারীকে ফের এক হাত নিলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। শুভেন্দুর (Suvendu Adhikari) ভাষনের একটি ভিডিও ক্লিপ কেটে নিজের অ্যাকাউন্ট থেকে টুইটারে শেয়ার করেন তৃণমূল মুখপাত্র। ওই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতা কিছু অশালীন মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে।

সম্প্রতি, শুভেন্দু অধিকারীরে আক্রমণ শানাতে গিয়ে নন্দীগ্রামে দাঁড়িয়ে অখিল গিরি বলেছিলেন, ‘শুভেন্দু আমাকে বলে দেখতে ভালো নয়। কী রূপসী? কী দেখতে ভালো? আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?’

সেই অখিল গিরির মন্তব্যের ঘটনার প্রসঙ্গ টেনে দেবাংশু লেখেন, ‘সম্মানীয় বিরোধী দলনেতার মুখের ভাষা শুনুন! একজন নাগরিক হিসেবে আশা করবো অখিল গিরির মন্তব্যের মত সংবাদমাধ্যমে এটাও একই ভাবে আলোচিত হবে।’

এর আগে অখিল গিরিকে কটাক্ষ করে শুভেন্দু ‘কাকের মতো দেখতে হাফ প্যান্ট মন্ত্রী’ বলে আখ্যা দিয়েছিলেন। তারই জবাব দিতে গিয়ে রাষ্ট্রপতিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন তৃণমূল বিধায়ক। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। জাতীয় মহিলা কমিশন রামনগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীকে ক্ষমা চাইতে বলে চিঠি পাঠিয়েছিল। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত করতে বলে রাজ্য পুলিসের ডিজিকেও চিঠি পাঠানো হয় মহিলা কমিশনের তরফে।

এর আগেও শুভেন্দুকে কটাক্ষ করেন দেবাংশু টুইটে বলেন, ‘বনি সেনগুপ্ত যদি বিজেপি না ছাড়তেন, উনিও শুভেন্দু অধিকারীর মত এজেন্সি থেকে ১০ হাত দূরে থাকতে পারতেন।’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ছায়া এড়াতে গেরুয়া শিবিরে গিয়েছেন শিশির পুত্র, এমন অভিযোগও উঠেছিল দলত্যাগের পর তৃণমূলের তরফে। এমনকি সেই খোঁচার তালিকা থেকে বাদ যাননি শোভন চট্টোপাধ্যায়ও। সেই ইডি-র সেই জিজ্ঞাসাবাদ ঘিরেই আক্রমণ করেন দেবাংশু ভট্টাচার্য।

Sudipto

সম্পর্কিত খবর