‘কয়েকটা বদমায়েশকে মারতে গোটা গ্রাম জ্বালানো হল’! SSC মামলার রায়দানের পর ‘গল্প’ শোনালেন দেবাংশু

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) ২৬,০০০ চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের রায়কেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। শেষমেষ সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত। একধাক্কায় চাকরিহারা হয়ে পড়েছেন ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এই ঘটনায় বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে একটি ‘গল্প’ শোনালেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhatacharya)। গল্পের মোড়কে তৃণমূলের যুব নেতা আদতে এসএসসি মামলার রায় নিয়েই বলেছেন বলে মনে করছে অনেকে।

সমাজমাধ্যমে যা লিখলেন দেবাংশু (Debangshu Bhattacharya)…

এদিন সকাল ১০:৩০ নাগাদ এসএসসি মামলার রায়দান করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। এরপর আজ দুপুর নাগাদ নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করেন দেবাংশু। তৃণমূলের যুব নেতা লেখেন, ‘পেয়াদার তাড়া খেয়ে একটা গ্রামে কয়েকটা বদমায়েশ ঢুকে পড়েছিল গা ঢাকা দিতে। অত লোকের মাঝে ওদের খুঁজি কীভাবে? আর খুঁজেই যদি না পাই তবে গর্দান নেব কী ভাবে? শেষমেষ সিদ্ধান্ত হল, গোটা গ্রামে আগুন লাগানো হোক। ভিতরে লুকিয়ে থাকা বদমায়েশগুলো নিশ্চয়ই মারা পড়বে। হলও তাই’।

দেবাংশু (Debangshu Bhattacharya) লেখেন, ‘গ্রাম জ্বলল। হয়ত বদমায়েশগুলোও মরল। দিন কয়েক বাদে আগুন শান্ত হওয়ার পর গ্রামের আনাচ-কানাচ থেকে বেরিয়ে এল হাজার হাজার বুড়ো, বাচ্চার দগ্ধ মৃতদেহ। তবে, রাজবাড়িতে উল্লাসে ভাটা পড়েনি! বদমায়েশগুলো মরেছে যে!’

আরও পড়ুনঃ ‘এটা খুব সিরিয়াস ইস্যু’! মোথাবাড়ি মামলায় কেন্দ্রকে বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

তৃণমূলের (Trinamool Congress) যুব নেতা নিজের পোস্টে সরাসরি এসএসসি মামলার রায় নিয়ে কিছু বলেননি। তবে অনেকের অনুমান, তিনি আদতে ঘুরিয়ে সেই বিষয়েই প্রতিক্রিয়া দিয়েছেন। কয়েকজন অযোগ্যের জন্য যোগ্যদের কেন চাকরিহারা করা হল? সেই প্রশ্ন তুলেছেন তিনি।

Debangshu Bhattacharya property net worth

ইতিমধ্যেই দেবাংশুর এই পোস্টের পাল্টা দিয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। তিনি বলেন, ‘আর গ্রাম পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে ভোটে জিতে এসে টাকা খেয়ে বদমায়েশদের গ্রামে ঢুকিয়েছিল যে আড়কাঠিগুলো, তাঁরা ভেজা বেড়াল সেজে ফেসবুকে পোস্ট করছে। চোরেদের ঠেকে উল্লাসে ভাটা পড়েনি। চুরির টাকাগুলো হজম হয়ে গিয়েছে। ওগুলো আর ফেরত দিতে হবে না যে!’

এদিকে এসএসসি ২৬,০০০ চাকরি বাতিল মামলার রায় নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘এই রায় মেনে নিতে পারছেন না’, বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে চাকরিহারাদের সঙ্গে দেখা করবেন বলেও ঘোষণা করেছেন মমতা। আগামী ৭ এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে তাঁদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। এই আবহেই শিরোনামে উঠে এল দেবাংশুর (Debangshu Bhattacharya) ইঙ্গিতপূর্ণ পোস্ট। গল্পের মোড়কে তৃণমূলের যুব নেতা আসলে এসএসসি মামলার রায় নিয়েই প্রতিক্রিয়া দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X