বাংলাহান্ট ডেস্ক : পুরুলিয়ার (Purulia) বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। এদিনের সভায় জনসংযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সুনাম, বিরোধীদের আক্রমণ এবং ভোটের প্রচার একই সঙ্গে সারলেন তৃণমূলের এই যুব নেতা। নিজের ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সূর্যের সঙ্গেও তুলনা করলেন তিনি। এরই সঙ্গে তোপ দাগেন বিরোধীদেরও।
পুরুলিয়ার বিজয়া সম্মিলনীর জনসভা থেকে দেবাংশু বলেন, ‘পূর্বের আকাশে সোজা তাকালে যে সূর্যটা ওঠে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।’ এরই সঙ্গে কটাক্ষ করলেন বিরোধীদেরও। এদিন তৃণমূলের এই মুখপাত্র বলেন, ‘বিজেপির কেউ এলে কালো পতাকা দেখাবেন না, “গো ব্যাক” বলবেন না। শুভেন্দু অধিকারী যদি কখনও এখানে আসেন, মায়েরদের জন্য বলছি, আপনারা শুধু জানালাটা একটুখানি খুলে বলবেন লোডশেডিং। শুভেন্দু অধিকারীকে লোডশেডিং বললেই ক্ষেপে যায়। কারণ ওর মনে পরে যায় ও লোডশেডিং করে জিতেছিল। সিপিএম তো এমনিই লোডশেডিং। আর কংগ্রেসের কথা বলে শরীরকে কষ্ট দিয়ে লাভ নেই।’
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কথাও উঠে আসে দেবাংশুর কথায়। তিনি বলেন, ‘এই মাথা যাদি রাজ্য সরকার হয়, তাহলে একটা পা পৌরসভা অপর পা হল পঞ্চায়েত।’ এরপরই পুরুলিয়ার মানুষের উদ্দেশ্যে দেবাংশু প্রশ্ন তোলেন, ‘আপনাদের এই এলাকায় এত দেরিতে উন্নয়ন হল কেন? কারণ পঞ্চায়েত পৌরসভা আমাদের ছিল না। গোটা রাজ্য ১০ বছর এগিয়ে গেছে। তাই এবার যে পঞ্চায়েত নির্বাচন আসছে সেখানে পা গুলোকে শক্তিশালী করতে হবে। বাম পা শক্তিশালী হয়ে গেছে, কারণ পৌরসভা সবকটাই জিতেছি। এবার ডান পাটা শক্তিশালী করতে হবে পঞ্চায়েত জিতে।’
পুরুলিয়াবাসীর উদ্দেশ্যে এদিন উপদেশও দেন দেবাংশু। তিনি বলেন,’কাগজ নিয়ে অন্য কোনওদিকে দেখবেন না। যেখানেই জোড়াফুল দেখবেন সেখানেই ছাপ মারবেন। অন্যদিকে দেখে লাভ নেই। এদিকে তাকবেনন বিজেপি, ওদিকে তাকাবেন সিপিএম, নিচে তাকাবেন কংগ্রেস।’ তবে দেবাংশুর এই বিস্ফোরক বক্তৃতার পর বিরোধী দল থেকে এখনও কোনও মন্তব্য আসেনি বলেই জানা যাচ্ছে।’