‘দালাল গাঙ্গুলি আবার থাপ্পড় খেলো..’, সুপ্রিম নির্দেশের পর বিচারপতিকে নজিরবিহীন আক্রমণ দেবাংশুর

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল ও পুনর্নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Calcutta High Court Justice Abhijit Ganguly) একক বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আর শীর্ষ আদালতের এই নির্দেশের পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেনজির আক্রমণ শানালেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattarcharya)।

এদিন সুপ্রিম কোর্টের রায়ের পরই নিজের ফেসবুকে একটি পোস্ট করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তথ্যপ্রযুক্তি (আইটি) সেলের প্রধান দেবাংশু। সেখানেই তিনি লেখেন, “দালাল গাঙ্গুলি আবার থাপ্পড় খেলো.. একদম কষা থাপ্পড়.. সাথে সাথেই থাপ্পড় খেলো রাজনৈতিক শকুনের দল ও একাংশ দালাল মিডিয়া। #পরপরথাপ্পড়”

দেবাংশু করা এই পোস্টে উঠেছে রিয়াক্ট, কমেন্টের বন্যা। কেও কেও দেবাংশুর করা পোস্টকে সমর্থন জানিয়ে ভরাচ্ছেন কমেন্ট বাক্স, আবার কেও পাল্টা তৃণমূলকেই নানা ঘটনার উল্লেখ করে খোঁচা দিচ্ছে। প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে খোঁচা দিতে ছাড়েন নি দেবাংশু ভট্টাচার্য।

এই যেমন, কিছুদিন আগেই একটি ফ্যাশন সংস্থার কুর্তা পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নিজের ফেসবুক পেজে সেই পোস্ট শেয়ার করে দেবাংশু লিখেছিলেন,এবার একটি ইনারওয়্যার সংস্থার বিজ্ঞাপনেও “দেখতে চাই”। যদিও পরে ওই সংস্থা তরফে জানানো হয়, অন্যান্য ক্রেতাদের মতো বিচারপতি গঙ্গোপাধ্যায়ও ওই সংস্থার কুর্তা কিনেছিলেন এবং সেই কুর্তা পরা ছবি পাঠিয়েছেন।

debangshu

আবার বিচারাধীন বিষয় নিয়ে টিভিতে সাক্ষাৎকার দেওয়ায় যখন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সুপ্রিম কোর্ট একটি মামলা থেকে সরিয়ে দিয়েছিল তখনও নাম না করে দেবাংশু বলেছিলেন, ‘সত্যি সত্যিই ঢাকিসমেত বিসর্জন হয়ে গেল! লক্ষণ গণ্ডির বাইরে দাঁড়ানো ভেকধারী রাবণকে সীতাও সাধু ভেবেছিল। সীতার ভুল ভেঙেছিল অপহৃত হওয়ার পর.. একই নিয়মে বাকিদেরও ভাঙবে। লাল সেলাম। ভালো থাকবেন কমরেড।’ আর আজও প্রাথমিকের মামলায় সুপ্রিম নির্দেশ নিয়ে বিচারপতিকে কটাক্ষ করতে বিন্দুমাত্র সময় ব্যয় করলেন না তৃণমূলের অন্যতম জনপ্রিয় এই নেতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর