বুকে শাহ, মুখে বামেদের জয়গান! দোলে নতুন রূপে দেবাংশু! পাল্টা দিলেন সায়নও

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের বর্তমান শাসক দলের অন্যতম মুখপাত্র তিনি। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) বেশ পরিচিত। তাঁর ‘সোশ্যাল মিডিয়া প্রেজেন্স’ ও জনপ্রিয়তা বেশ উঁচু স্তরে। রাজনৈতিক মতাদর্শে বিপক্ষকে বিঁধতে তিনি একেবারে বদ্ধপরিকর। হাস্যরসকে হাতিয়ার করে সিপিএম-বিজেপি-কে কটাক্ষ করতে তিনি সবসময় তৈরি থাকেন। ফেসবুক মাতিয়ে দেওয়ার মন্ত্র দেবাংশুর খুব ভালো ভাবেই জানা আছে। দোলের দিনেও দেবাংশু চুপ করে থাকলেন না। বোমা ফাটালেন সেই ফেসবুকে।

মঙ্গলবার দেবাংশু ফেসবুকে একটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে তাঁর গাল লাল আবিরে রাঙানো। পরনের সাদা টি-শার্টে স্পষ্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি-র (BJP) তথাকথিত সেকেন্ড-ইন কম্যান্ড অমিত শাহর (Amit Shah) ছবি। এই ছবির সঙ্গেই দেবাংশু ক্যাপশনে জুড়ে দেন, ‘২০৩৬–এ সিপিএম ক্ষমতায় আসছে। তাই এই দোল লাল আবিরময় হোক! প্রস্তুতি হোক লালবৈশাখীর। দোলযাত্রার শুভেচ্ছা। লাল সেলাম।’ দেবাংশু এর সঙ্গেই প্রণামের ইমোজি জুড়ে দিয়েছেন। দেবাংশুর এই পোস্ট দেখে আর চুপ করে বসে থাকতে পারেননি সিপিএমের যুব নেতা ও আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় (Sayan Banerjee)।

   

দেবাংশুকে ফেসবুকে ফলো করেন ২ লক্ষ ৪৬ হাজার ৮৭৯ জন মানুষ। ফেসবুকে সায়নের সঙ্গে আছে ৪৫ হাজার ২৮২ জন। দেবাংশুকে ট্যাগ করে সায়ন লিখলেন,  ‘দেবাংশু ভট্টাচার্য ২০৩৬ নয়, ২০২৬-এই লাল ফিরবে। তার সাথে সাথে দুর্নীতিবাজ তৃণমূলের মন্ত্রীসভার আর নেতাদের যাতে জেলে থাকতে কোনো অসুবিধে না হয়, তাও আমরা খেয়াল রাখব। ভরসা রেখো বন্ধু এই রাজ্যের একজন বেকার যুবককেও আর কালিঘাটের চৌকাঠে শুয়ে থাকতে হবে না, চৌকাঠ থেকে তুলে আমরাই চাকরি দেবো।চাকরি হবে। শিল্প হবে। রঙ লাগুক মনে, সমাজে । সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা।’

Untitled design 14 3

ব্যবধান মাত্র ২২ মাসের। একুশের বিধানসভা নির্বাচনের পর এবার সাগরদিঘি কেন্দ্রটি হাতছাড়া হয়েছে শাসকদল তৃণমূলের। উপনির্বাচনে  ২২ হাজারেরও বেশি ভোটে জিতেছেন বাম-কংগ্রেস জোটপ্রার্থী বায়রন বিশ্বাস। সাগরদিঘী জয় সিপিএমকে বেশ খানিকটা অক্সিজেন দিয়েছে।

সাগরদিঘীর এই আগামী দিনে বাংলায় দেখা যাবে বলেই বিশ্বাস করছে লাল ব্রিগেড। সাগরদিঘী উপনির্বাচনের ফল ঘিরে সিপিএমের এই উন্মাদনাকে আমল না দেওয়ার পথেই তৃণূমল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর