‘পিং পং, কালিমপং” মমতার পুরস্কার পাওয়ার পর বিখ্যাত কবিতা শেয়ার দেবাংশুর, দিলেন বড় চমকও

বাংলা হান্ট ডেস্কঃ সাহিত্যে নিরলস সাধনার জন্য সোমবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে নয়া পালক যুক্ত হল। ওনাকে রাজ্যের তরফ থেকে আকাদেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে। যদিও, এই পুরস্কার মুখ্যমন্ত্রী সরাসরি নিজের হাতে তুলে নেননি। মমতা বন্দ্যপাধ্যায়ের হয়ে এই পুরস্কার দলের বিধায়ক ইন্দ্রনীল সেন নিজের হাতে তুলে নেন।

বাংলার কোনও মুখ্যমন্ত্রী এহেন সম্মান পাওয়া বিরল। যদিও, বিরোধীরা এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি। রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন যে, ‘হাম্বা, সাম্বা, রাম্বা লিখেই আকাদেমি পুরস্কার পেয়েছেন তিনি।”

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিশেষ সম্মানে ভূষিত করার পড় থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিম ছড়িয়ে পড়েছে। তবে, এই মিমগুলো যে রাজ্যের বিরোধী দলের সমর্থকদের দ্বারাই তৈরি, তা আর ব্লার অপেক্ষা রাখে না।

আর এবার এসব নিয়ে এমন এক পোস্ট করলেন তৃণমূলের যুব নেতা তথা মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, যা দেখে নেটিজেনরা কিছুক্ষণের জন্য চমকে উঠেছিলেন। দেবাংশু নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি কবিতা শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘”আজব ছড়া” বইটির মধ্যে সর্বশ্রেষ্ঠ ছড়া এটি। শুধু “হরে করো কম্বা” নয়, এমন বহু লেখাও আছে..”

দেবাংশুর এই পোস্ট করার সঙ্গে সঙ্গে নেটিজেনরা তার পোস্টে পৌঁছে হাসির রিয়াকশন দিতে থাকেন। আসলে, নেটিজেনরা ভেবেছিলেন যে, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কোনও কবিতা। কিন্তু, এখানেই শেষ না, দেবাংশু একটু পরেই বিশাল এক চমক নিয়ে আসেন।

Screenshot 2022 05 10 at 1.26.06 PM

বাকিরা যখন সবাই হাসতে ব্যস্ত ছিলেন, তখন দেবাংশু নিজের পোস্টে কমেন্ট করে জানান যে, ওই কবিতার আসল লেখক কে? দেবাংশু তার কমেন্টে লেখেন, ‘ এবার খেলা শুরু করি! এই কবিতাটি অন্নদাশঙ্কর রায়ের লেখা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। উহু! না না না। ভিডিওটা দেখতে দেখতে কমেন্ট ডিলিট করতে গিয়ে লাভ নেই। সব কটার স্ক্রিন শট নেওয়া আছে! আর আপনাদের এই আবাল গিরি নিয়ে আমার পেজ থেকে এখুনি একটা ভিডিও আসবে! যার নায়ক-নায়িকা আপনারাই.. প্লিজ স্টে টিউন্ড!” 

Screenshot 2022 05 10 at 1.26.50 PM

দেবাংশুর এই কমেন্টের পরই যারা হাসছিলেন, তাদের মাথায় বাজ পড়ে। আসলে তারা যেটা মুখ্যমন্ত্রীর কবিতা ভেবে হাসছিলেন, সেটা ছিল অন্নদাশঙ্কর রায়ের লেখা। দেবাংশু এই পোস্টের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন যে, মিলিয়ে লিখলেই কোনও কবিকে নিয়ে হাসাহাসি করা যায় না। অনেক বড় কবিই এমন মিলিয়ে লিখতেন বাচ্চাদের জন্য। 

Koushik Dutta

সম্পর্কিত খবর