বিজেপি ছেড়ে ‘সব্বোনাশ’ করে দিলেন বনি! তুমুল কটাক্ষ দেবাংশুর

বাংলাহান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন অভিনেতা বনি সেনগুপ্ত। যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অভিনেতা গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন, ভোটে হেরে বহু আগেই তৃণমূলে ফিরেছেন তিনি। দল ছেড়েছেন একই সময়ে যোগ দেওয়া শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তীও। সোমবার একগুচ্ছ অভিযোগ এনে বিজেপি ছাড়েন বনি। স্যোশাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানান সেকথা। এবার বনির বিজেপি ত্যাগকে কেন্দ্র করেই শুভেন্দু অধিকারীকে একহাত নিলেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য।

66666

এদিন সরাসরি বনির পোস্টের কমেন্টে শুভেন্দু অধিকারীকে মেনশন করে তিনি লেখেন, ‘দাদা গো,লোড শেডিং আবার পরে করবে। এদিকে দেখো, সব্বোনাশ হয়ে গেছে’। তাঁর এই কমেন্টে কার্যতই হাসাহাসি জুড়েছেন তৃনমুল কর্মী সমর্থকেরা। বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লোড শেডিং করে নন্দীগ্রামে বিজেপিকে জেতানোর অভিযোগ উঠেছিল। এবার সেই নিয়েই আবারও বিধঁলেন দেবাংশু।

310408 962446 erica 1

বিধানসভা ভোটের আগে বনি সেনগুপ্তের মা পিয়া সেনগুপ্ত এবং দীর্ঘদিনের বান্ধবী কৌশানী মুখোপাধ্যায় তৃণমূলে যোগ দিলেও বিজেপিতে যোগ দেন অভিনেতা। প্রার্থী না হয়ে তিনি প্রচার চালিয়েছিলেন যশ দাসগুপ্তের হয়ে। কিন্তু ২৪ জানুয়ারি দল ছাড়েন তিনি। একটি ট্যুইটে লেখেন, ‘আজকের পর থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নেই।

কথা রাখতে এবং প্রত্যাশা পূরণে ব্যর্থ বিজেপি। পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রির যে উন্নতির কথা তারা বলেছিল তার কিছুই করা হয়নি।’ দলের কেউই খবর নেয় না তাঁর, এই অভিযোগও করতে শোনা যায় বনিকে। তাঁর এই ট্যুইটকে ঘিরে জল্পনা শুরু হয়েছিল তবে কি তৃণমূলে যোগ দিচ্ছেন বনি? আপাতত এই জল্পনায় জল ঢেলেছেন অভিনেতা। জানিয়েছেন অভিনয় নিয়েই থাকতে চান তিনি।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর