কর্ণাটকে ধরাশায়ী BJP, গেরুয়া শূন্য দক্ষিণ ভারত! মিলে গেল দেবাংশুর ভবিষ্যদ্বাণী

বাংলা হান্ট ডেস্ক : কর্ণাটক বিধানসভা নির্বাচনে (Karnataka Elections Result 2023) ‘কিং’ কংগ্রেস (Congress)। ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে, কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কর্ণাটকে সরকার গড়তে চলেছে। হিমাচল প্রদেশের পরে আরও একটি রাজ্য খোয়ালো বিজেপি (BJP)। কর্ণাটকে হারের জেরে দক্ষিণ ভারতে সাফ হয়ে গেল গেরুয়া শিবির। অর্থাত্‍ দক্ষিণ ভারতে একটি রাজ্যও বিজেপির দখলে রইল না। ২২৪ আসনের কর্ণাচক বিধানসভা নির্বাচনের গণনায় যা ট্রেন্ড, তাতে বিজেপি আদৌ ৮০ বেশির আসন পাবে কিনা, সন্দেহ।

বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই কার্যত হার মেনে নিলেন। তিনি বলেন, লোকসভা নির্বাচনের আগে দলকে আত্মবিশ্লেষণ করে ফাঁক মেটাতে হবে। তিনি বলেন, ‘পূর্ণাঙ্গ ফল এলে আমরা খতিয়ে দেখব যে কোথায় আমরা পিছিয়ে পড়েছি। আমরা এই ফলের বিশ্লেষণ করে আরও শক্তিশালী ভাবে ফিরে আসব।’

এবার কী পরিকল্পনা করছে বিজেপি?
ভোটের ফলাফলে হার হলেও এখনই হাল ছাড়তে রাজি নয় পদ্মশিবির। রাজ্য বিজেপির এক নেতা দাবি করেন, ‘যদি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না লাভ করে তাহলেও রাস্তা রয়েছে। আমরা বিজেপি ছেড়ে যে সমস্ত নেতারা বেরিয়ে গেছেন, এবং এই নির্বাচনে জিতেছেন, তাঁদের অনুরোধ করব দলে ফিরে আসার জন্য। দলত্যাগ বিরোধী আইন আওতায় না আসার জন্য তাঁদের ওই দল থেকে পদত্যাগ করার জন্যও আমরা আবেদন জানাবো।’

ওই ভাজপা নেতা আরও বলেন, ‘এই নির্বাচনে জিতেছে এমন নির্দল প্রার্থীকেও দলে টানার চেষ্টা করব। জেডি (এস)-কেও আমরা সমর্থন করতে পারি। বিজেপির সমর্থনে কুমারস্বামী কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রীও হতে পারেন। তবে বিজেপি যতই দাবি করুক সংখ্যা গরিষ্ঠতা থেকে কমপক্ষে ৪০ টি আসন কম পাবে তারা। আর এই সংখ্যাকে ম্যাজিক নম্বর ছড়িয়ে নিয়ে যাওয়া মোদি-শাহ জুটির পক্ষেও সম্ভব নয় বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

এরই মধ্যে কর্ণাটকে বিজেপি ধরাশায়ী হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। এদিন তিনি টুইট করে লেখেন, ‘পূর্ব ভারতে বিজেপি নেই! দক্ষিণ ভারতে বিজেপি নেই!’ এর পরই তিনি নিজের পুরনো একটি লেখার স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে লেখা রয়েছে, ‘বিজেপি ৫২ – ৬৪, কংগ্রেস ১৩৮ থেকে ১৫০।’ অর্থাৎ কর্ণাটক নির্বাচনের এই ফল তাঁর প্রত্যাশিত ছিল বলেই মনে করিয়ে দিয়েছেন যুব তৃণমূল নেতা।

Sudipto

সম্পর্কিত খবর