আমাদের প্রত্যেকের পকেটে ব্লেড রয়েছে, ত্রিপুরায় বিস্ফোরক স্বীকারোক্তি দেবাংশুর! ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ত্রিপুরায় (Tripura) ক্ষমতা দখলের জন্য কোমর বেঁধে নেমেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বিপ্লব দেবকে (Biplab Deb) হটিয়ে রাজ্যে তৃণমূলের শাসন কায়েম করতে একের পর এক তৃণমূল নেতারা রোজই ত্রিপুরায় যাওয়া আসা করছেন। আর এরই মধ্যে শনিবার তৃণমূলের যুবনেতাদের উপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত ও সুদীপ রাহারা আমবাসার দিকে যেতে চাইলে তাঁদের উপর হামলা হয় বলে অভিযোগ ওঠে।

তাঁদের গাড়ি ভাঙচুর, নেতার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এমনকি তৃণমূলের তরফ থেকে পুলিশের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ করা হয়। দেবাংশু দাবি করেন যে, পুলিশের সামনে বিজেপির লোকেরা হামলা চালালেও পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকে। দেবাংশু পুলিশকে ‘ঠুঁটো জগন্নাথ” বলেও আখ্যা দেন।

ঘটনাস্থল থেকে পুলিশকে নিশানা করতে করতে দেবাংশুকে এও বলতে শোনা যায় যে, তাঁরা সবাই পকেটে করে ব্লেড নিয়ে গিয়েছে। তবে, কেন তাঁরা পকেটে ব্লেড নিয়ে গিয়েছিল? আর কেনই বা তিনি এই কথা পুলিশের সামনে চেঁচিয়ে চেঁচিয়ে বলেন, সেটার কারণ জানা যায়নি। তবে দেবাংশুর এই বিস্ফোরক স্বীকারোক্তির ভিডিও ভাইরাল (Viral Video) হয়ে যায়।

শনিবার এই ঘটনার পর উল্টে তৃণমূলের নেতাদেরই গ্রেফতার করে পুলিশ। এরপর জামিন পেয়ে রবিবার রাতে বিশেষ বিমানে করে কলকাতায় ফেরেন তাঁরা। যদিও, কুণাল ঘোষরা এখনও ত্রিপুরায় রয়েছে। অন্যদিকে, তৃণমূলের আক্রান্ত নেতা-নেত্রীদের সরাসরি এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

সোমবার সকালে হাসপাতালে তাঁদের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা-নেত্রীদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি গোটা ঘটনার দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপর চাপান। তৃণমূল নেত্রী বলেন, অমিত শাহের নির্দেশেই এই হামলা হয়েছে। বিপ্লব দেবের অত সাহস নেই।

X