মা কে ভয় দেখিয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে, যা করেছি তাতে অনুত্তপ্ত নই: বামপন্থী ছাত্র দেবাঞ্জন।

বৃহস্পতিবার বিকেলে থেকে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যাল লজ্জাজন ঘটনার সাক্ষী হয়েছিল। এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল যা শিক্ষিত সমাজকে লজ্জিত করেছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে উপস্থিত হতে গিয়ে SFI ছাত্র ছাত্রীদের দ্বারা হেনস্থা হন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। বামপন্থীদের আড্ডাখানা হিসেবে পরিচিত যাদবপুর বিশ্ববিদ্যালয় সেদিন বিকেল থেকে চরম উত্তপ্ত হয়ে উঠে।

EE4A3YeUcAAuLHQ 2যাদবপুরে আজাদী গ্যাং সক্রিয় হয়ে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবলু সুপ্রিয়কে হেনস্তা করে। শুধু এই নয়, রাজ্যপাল বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে পৌঁছালে উনার গাড়িকেও আটক করে বামপন্থী SFI এর কর্মীরা। বাবুল সুপ্রিয়র চুল ধরে টেনেছিল যাদবপুরের এক বামপন্থী ছাত্র।

 

যে বামপন্থী ছাত্র বাবুল সুপ্রিয়র ছবি ধরে টেনেছিল তার নাম ছেলেটির নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়। দেবাঞ্জন চট্টোপাধ্যায় USDF করে বলে তার ফেসবুক প্রোফাইল থেকে জানা গেছে।  ছেলেটির ছবি সোশ্যাল মিডিয়ায় নান গ্রুপে ভাইরাল হয়ে পড়েছিল। বাবুল সুপ্রিয় টুইট করেও ওই ছবি পোস্ট করেছিলেন। কিন্তু পরে দেবাঞ্জন এর মা বাবুল সুপ্রিয়র কাছে ছেলের হয়ে ক্ষমা প্রার্থনা করেন। বাবুল সুপ্রিয় আশ্বাস দেন যে উনি দেবাঞ্জনের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবেন না। তবে এখন ওই ঘটনায় নয়া মোড় চলে এসেছে।

 

 

এখন দেবাঞ্জন বলেছেন যে তারা মাকে ভয় দেখিয়ে ক্ষমা চাওয়া করানো হয়েছে। আর সে বাবুলের চুল টানার জন্য অনুতপ্ত নয় বলেও জানিয়েছে। শুধু এই নয়, বাবুল সুপ্রিয়র থেকে আত্মরক্ষার জন্য সে এটা করেছে (চুল টানা) বলে জানিয়েছে। বিজেপি তার মায়ের অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বলেও অভিযোগ তুলেছে বামপন্থী ছাত্র দেবাঞ্জন। বাবুল সুপ্রিয় এখন এই ইস্যুতে কি মন্তব্য করেন সেটাই দেখার।

সম্পর্কিত খবর