মমতার দলেই থাকছেন দেবশ্রী

বাংলা হান্ট ডেস্ক: কোন তারকা এই দল থেকে অন্য দলে পা রাখলেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে চর্চা হতে থাকে। দেবশ্রী রায় মোদির বিজেপিতে যোগ দিচ্ছেন বলে যে খবর চাউর হয়েছে, সেটিকে মিথ্যা বলে দাবি করেছেন নায়িকা নিজে।

Screenshot 2019 09 23 20 02 21 162 com.miui .gallery

১৪ আগস্ট বিজেপির দিল্লির সদর দপ্তরে পদ্ম পতাকা হাতে তুলে নেওয়ার দিন থেকে এই খবর রটে যায় ভারতে। এরপর তিনি কোনো কথাও বলেননি।

সেই দেবশ্রী রায় ইন্ডিয়ান এক্সপ্রেসকে এখন বললেন,”বিজেপিতে কেন যোগ দিতে যাব? আমি তো তৃণমূলেই আছি”। সেদিন তাহলে বিজেপির কেন্দ্রীয় দপ্তরে গিয়েছিলেন কেন? এমন প্রশ্নের জবাবে টালিউড নায়িকা বলেন, “আমার এনজিওর কাজে গিয়েছিলাম। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না নরেন্দ্র মোদির কাছে! দরকার হলে যাব না? এনজিওর ভালর জন্য গিয়েছিলাম। আমি একজন প্রাপ্তবয়স্ক, যেতেই পারি। তবে বিজেপিতে যোগ দিতে যাইনি”।

যে শোভন চট্টোপাধ্যায় আবার নিজের দাবির পক্ষে অটল রয়েছেন, “কেউ যদি পাগলের মতো কথা বলে থাকেন, তাহলে বলে যাক। আমার কাউকে নিয়ে গল্প ফাঁদার প্রয়োজন নেই। উনিই গল্প করছেন”।

সম্পর্কিত খবর