অভিষেকের সফরের পরেই বড় সিদ্ধান্ত! ব্লক সভাপতির পদ থেকে সরতে হল মুখ্যমন্ত্রীর ভাইকে

বাংলাহান্ট ডেস্ক : সাগরদিঘির (Sagardighi) ব্লক সভাপতি পদ থেকে সরানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মামাতো ভাই দেবাশীষ বন্দ্যোপাধ্যায়কে। সাগরদিঘির উপনির্বাচনে তাকে দাঁড় করানো হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। কিন্তু তিনি পরাজিত হন। এছাড়াও তার বিরুদ্ধে ছিল দল বিরোধী কাজের অভিযোগ।

বর্তমানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জোয়ার কর্মসূচি নিয়ে ঘুরছেন বাংলার বিভিন্ন প্রান্তে। সম্প্রতি অভিষেক মুর্শিদাবাদে কর্মসূচি শেষ করে প্রবেশ করেছেন বীরভূমে। মুর্শিদাবাদে অভিষেকের সভার পরই তৃণমূলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলবিরোধী কাজকর্ম করায় এর আগে তৃণমূলের পক্ষ থেকে দেবাশীষ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু তারপর দেবাশীষকেই করা হয় ব্লক সভাপতি। এমনকি সাগরদিঘির উপনির্বাচনের তৃণমূলের পক্ষ থেকে দেবাশীষ বন্দ্যোপাধ্যায়কে ভোটে দাঁড় করানো হয়। যদিও দেবাশীষকে নিয়ে ওই এলাকায় তৃণমূলের অন্দরে ছিল বিস্তর দলাদলি।

অনেকেই বলছেন দল সেই সময় ব্যাপারটা গুরুত্ব দেয়নি। কিন্তু ফল প্রকাশ হতে দেখা যায় ৫০০০০ এর বেশি ভোটে জেতা আসন তৃণমূল ২৩ হাজারের বেশি ভোটে হেরে গেছে। শামসুল হুদাকে করা হয়েছে নতুন ব্লক সভাপতি। ব্লক সভাপতি দায়িত্ব পাওয়ার পর শামসুল হুদা উপনির্বাচনে হারের কারণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।

sagardighi

শামসুলের মতে, অনেক কারণ রয়েছে এই হারের পেছনে। পঞ্চায়েত নেতাদের একাংশের দুর্নীতি, সংগঠনের দুর্বলতার কথা তিনি উল্লেখ করেছেন। নতুন করে সংগঠন করে তোলা তার কাছে মস্ত বড় চ্যালেঞ্জ বলে দাবি করেছেন শামসুল। তবে মুখ্যমন্ত্রীর ভাইকে সরানোর ঘটনা পঞ্চায়েত নির্বাচনে প্রভাব ফেলবে বলেই ওয়াকিবহাল মহলের মত।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর