বাংলাহান্ট ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival) নিয়ে প্রায় প্রত্যেক বছরেই কোনো না কোনো বিতর্ক বাঁধে। চলতি বছরেই ২৭ এবং ২৮ তম KIFF আয়োজিত হয়েছে। ২৭ তম চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুলেছিলেন শ্রীলেখা মিত্র। এবারে যথাযথ সম্মান না পাওয়ার অভিযোগ তুললেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী দেবশ্রী রায় (Debasree Roy)।
সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে KIFF এর ব্যাপারে মুখ খোলেন অভিনেত্রী। আর মুখ খুলেই একগুচ্ছ অভিযোগ তুলেছেন তিনি। দেবশ্রী বলেন, যথাযোগ্য সম্মান না পেলে কোথাও যান না তিনি। সেই সম্মানটা দেওয়া হয়নি বলেই চলচ্চিত্র উৎসবে যাননি। যদিও যোগ্য সম্মান না পাওয়ার ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি দেবশ্রী। তাঁর কথায়, তাঁরা শিল্পী। সবটাই শিল্পের আঙ্গিকেই দেখেন।
KIFF এ রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো তারকারা থাকলেও আমন্ত্রণ পাননি মিঠুন চক্রবর্তী। জাতীয় পুরস্কার সহ বহু খ্যাতনামা সম্মান পেয়ে যিনি জাতীয় স্তরে বাংলার মুখ উজ্জ্বল করেছেন। অথচ চলচ্চিত্র উৎসবের মঞ্চে আমন্ত্রণটুকুও পাননি বর্তমান বিজেপির এই নেতা।
এ বিষয়ে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী বলেছিলেন, সম্ভবত রাজনৈতিক কারণেই ডাক পাননি মিঠুন। দেবশ্রীর কথাতেও শোনা গেল একই সুর। তিনি বলেন, চলচ্চিত্রের মঞ্চে, শিল্পের জায়গায় যাঁরা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত তাঁদের সম্মান দেওয়া উচিত। ভারতীয় এবং বাংলা চলচ্চিত্রে যাঁদের অবদান রয়েছে তাঁদের অন্তত ডাকা উচিত ছিল বলে মন্তব্য করেন দেবশ্রী।
তিনি আরো বলেন, মিঠুনের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। শিল্পী হিসাবে শ্রদ্ধা করেন। তাই তাঁর মতে, রাজনীতি রাজনীতির জায়গায় রাখা উচিত। চলচ্চিত্র উৎসবে সব শিল্পীকেই যোগ্য সম্মান দিয়ে ডাকা উচিত ছিল, স্পষ্ট বলেন দেবশ্রী।