বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিনেমার জন্য অন্ধকারময় দিন আজ। সকালেই এসেছে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) মৃত্যু সংবাদ। শুটিংয়ের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। পরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৫৭। খবরটা শোনার পর থেকেই ভেঙে পড়েছেন অভিনেত্রী দেবশ্রী রায় (Debasree Roy)।
একই সঙ্গে বড়পর্দায় কাজ করেছেন অভিষেক দেবশ্রী। অভিনেতা আগেই ছোটপর্দায় পা রেখেছিলেন। দেবশ্রী রেখেছেন সদ্য। এদিন পুরনো সব স্মৃতি ভিড় করে আসছে মনে। শমিত ভঞ্জের জনপ্রিয় ছবি ‘ওরা চারজন’এ একসঙ্গে কাজ করেছিলেন অভিষেক দেবশ্রী। শুটিং সেট জমিয়ে রাখতেন অভিনেতা। চারজনে মিলে ভূতের ভয়ও দেখাতেন।
একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন অভিষেক ও দেবশ্রী। অনেক সময় প্রেমিক হতেন, আবার পরের ছবিতেই হয়তো ভাই হতে হত। দেবশ্রীর কথায়, অভিনেতা অভিনেত্রীদের সব চরিত্রের জন্যই সাবলীল হতে হয়। অভিনয়ের পাশাপাশি নাকি দারুন গায়কও ছিলেন অভিষেক। রীতিমতো পুরস্কারও পেয়েছিলেন তিনি।
ইন্ডাস্ট্রির সুপারহিট অভিনেতা। একটানা কাজ করেছেন। প্রায় প্রত্যেকটি ছবি হিট। নায়কের চরিত্র থেকে এক সময় সহ অভিনেতার চরিত্র পেতেন অভিষেক। শেষে ইন্ডাস্ট্রির উপরে অভিমান করে বড়পর্দাকে বিদায় জানালেন। অভিযোগ তুলেছিলেন সেই সময়ের হিট জুটির দিকে।
দেবশ্রী সেসব পুরনো তিক্ততায় আর যেতে চাননি। কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে তাঁর কথাও মিলে গিয়েছে। দুজনেই জানান, ইন্ডাস্ট্রিতে পা রেখেই যেন জয় করে নিয়েছিলেন সবার প্রিয় মিঠু। এতটাই সুপুরুষ ছিলেন তিনি যে মহিলা অনুরাগীরা এক ঝলক দেখার জন্য মুখিয়ে থাকতেন।
আজ তিনি চলে গেলেন। তাপস পাল আগেই চলে গিয়েছেন, আজ অভিষেক চট্টোপাধ্যায়ও। কারোরই চলে যাওয়ার মতো বয়স হয়নি। কাছের বন্ধুদের একে একে হারিয়ে ফেলছেন, মন খারাপ দেবশ্রীর।