বাংলাহান্ট ডেস্ক: আটের দশকে টলিউড ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়িয়েছেন দেবশ্রী রায়। একের পর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন তিনি। কিন্তু একটা সময় নিজেকে ছবির জগৎ থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন দেবশ্রী। একরকম লোকচক্ষুক আড়ালেই চলে গিয়েছিলেন তিনি। কিন্তু ফের ফিরছেন তিনি। আর ফিরছেনও একটা বড়সড় ধামাকা নিয়ে।
ফের একবার সেলুলয়েডের পর্দায় দেখা যেতে চলেছে দেবশ্রীকে। সৌজন্যে নতুন ছবি ‘তুমি কি সেই?’ এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর কামব্যাক করবেন অভিনেত্রী। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন নতুন প্রজন্মের অভিনেতা বনি সেনগুপ্ত। দুজনের অসমবয়সী প্রেমের কাহিনি নিয়েই তৈরি এই ছবি। সেই কারনেই দেবশ্রীর বিপরীতে বনিকে পছন্দ করেছেন পরিচালক।
এতদিন অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন কেন দেবশ্রী? উত্তরে অভিনেত্রী জানান, পছন্দের চরিত্র তেমন পাননি এতদিন। তাই সাময়িক বিরতি নিয়েছিলেন অভিনয় থেকে। কিন্তু এই ছবির চিত্রনাট্য শুনে না করতে পারেননি তিনি। দেবশ্রীর কথায়, “এই চরিত্রটা আমার মধ্যে অভিনয়ের ক্ষুধা আবারও জাগিয়ে তুলেছে। এজন্য গল্পটা শুনেই রাজি হয়ে গিয়েছি।”
তবে ছবির নেপথ্যে গল্পটা ঠিক কী, তা খোলসা করে বলতে চাননি দেবশ্রী। তাঁর মতে তাতে ছবির রহস্যটা প্রকাশ হয়ে যাবে। ছবির পরিচালনা করছেন অনুপ সেনগুপ্ত। কয়েক মাসের মধ্যেই শুরু হয়ে যাবে ছবির শুটিং। প্রসঙ্গত, ১৯৭৮ সালে ‘নদী থেকে সাগরে’ ছবিতে প্রথম নায়িকার চরিত্রে অভিনয় করেন দেবশ্রী। উনিশে এপ্রিল, দাদার কীর্তি, কালসন্ধ্যা, ৩৬ চৌরঙ্গী লেন, অসুখ, প্রহর সহ বেশ কয়েকটি জনপ্রিয় ছবি রয়েছেন তাঁর ঝুলিতে।