মনুষ্যত্ব কী আদৌ অর্জন করেছে বাঙালি? উঠছে প্রশ্ন; উত্তর মিলবে শনির সন্ধ্যায়, ব্যাপারটা কী?

বাংলাহান্ট ডেস্ক : “রেখেছ বাঙালি করে, মানুষ কর নি,” রবীন্দ্রনাথের কবিতার এই লাইনটি বহুল প্রচলিত। রবীন্দ্রনাথ বাঙালির মননে, বাঙালির চিন্তায়, বাঙালির শ্বাস-প্রশ্বাসে। প্রেমে-বিরহে-যুদ্ধে আজও প্রতিটা বাঙালির প্রাণের ‘ঠাকুর’ রবীন্দ্রনাথ। রাজনৈতিক সভা হোক বা চায়ের দোকানের আড্ডা, হাইপ্রোফাইল নেতা-নেত্রী হোন কিংবা সরকারি অফিসের কেরানি, রবীন্দ্রনাথের সৃষ্টি ফিরে ফিরে আসে প্রতিটা সেকেন্ড।

বাঙালিকে দাবিয়ে রাখা যায় না। এই কথা আজ থেকে ৫৩ বছর আগে বলে গিয়েছিলেন ওপার বাংলার এক বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। কিন্তু সময়ের পরিহাসে আজ বাংলাদেশেই ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুরই মূর্তি। কালি ছাড়ানো হচ্ছে বঙ্গবন্ধুর ছবিতে। এইসব দৃশ্য দেখে আজ ফের অনেকের মনে উঁকি দিচ্ছে রবীন্দ্রনাথের সেই কথাটা, “সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে, মানুষ কর নি…।”

   

আরোও পড়ুন : আর লাগবে না ২ দিন! জাস্ট কয়েক ঘন্টাতেই হবে ‘Cheque’ ক্লিয়ার! বড়সড় ঘোষণা RBI’র

 

অনেকেই বলেন সময়ের সাথে কমেছে বাঙালির গরিমা। শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে আজ বাঙালি একটি ক্ষয়িষ্ণু জাতি। বাঙালি কি সত্যি নিজেদের ঐতিহ্য-পরম্পরা ধরে রাখতে ব্যর্থ নাকি এটাই বাঙালির স্বভাবজাত? রবীন্দ্রনাথের “রেখেছ বাঙালি করে, মানুষ কর নি” এই লাইনটির সাথে আজকের বাঙালি কি একমত? এই নিয়ে CALCUTTA DEBATING CIRCLE (CDC) আয়োজন করতে চলেছে একটি বিতর্ক (Debate) সভার।

আরোও পড়ুন: জ্বর গায়ে ঘন্টার পর ঘন্টা শ্যুটিং,জি বাংলাকে হারিয়ে কী বলছেন গীতা হিয়া?

CALCUTTA DEBATING CIRCLE (CDC)-এর এই উদ্যোগে রয়েছে বাংলা হান্ট ও ASKLEPIA HEALTH। ডাঃ কুণাল সরকারের সঞ্চালনায় এই বিতর্ক (Debate) সভার পক্ষে বক্তব্য রাখবেন চন্দ্রিল ভট্টাচার্য, শুভময় মৈত্র, বিশ্বনাথ চক্রবর্তী, দেবারতী মুখোপাধ্যায়, জয়ন্ত ঘোষাল ও বিপক্ষে থাকবেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, শতরূপ ঘোষ, তন্ময় ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য, স্বাতী ভট্টাচার্য।

IMG 20240808 WA0005

এখন নিশ্চয়ই ভাবছেন যে কিভাবে আপনি হাজির হবেন সেই বিতর্ক সভায় (Debate Program)? আগামী ১০ই আগস্ট সন্ধ্যা ৬টায় ক্যালকাটা ক্লাবে (প্যাভিলিয়ন ২৪১, এ. জে.সি. বোস রোড, কলকাতা-৭০০০২০) আয়োজন করা হয়েছে জমজমাট এই বিতর্ক (Debate) সভার। অনুষ্ঠানের কার্ডের জন্য যোগাযোগ করুন Kolkata Heart Foundation-এর 98310 30908 নম্বরে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর