বাংলা হান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় একজন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)। সদ্য এই অভিনেত্রী পাড়ি দিয়েছেন মুম্বাইয়ের। অন্য ইন্ডাস্ট্রিতে এসে কাজ করতে প্রথমদিকে একা একা লাগলেও এখন সময়ের সাথে অনেকটাই খাপ খাইয়ে নিয়েছেন অভিনেত্রী। তাই এখন বেশ মজা করেই কাজ করে চলেছেন অভিনেত্রী (Debchandrima Singha Roy)। এরইমাঝে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় এই অভিনেত্রী মুম্বাই গিয়ে নিজের কাজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন এবিপি লাইভের সাথে।
বাংলা ছেড়ে মুম্বাইয়ে দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)
নতুন জায়গায় কাজের অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেত্রী এদিন বলেছেন, ‘নয় নয় করে অনেকদিন হয়ে গেল একসঙ্গে কাজ করছি। সবার সঙ্গে এখন খুব ভাল সম্পর্ক হয়ে গিয়েছে। খুব মজা করেই কাজ করছি। প্রথমে এসে একটু একা একা লাগত। মনে হত, আমি বাইরে থেকে এসেছি। সবার সঙ্গে মিশতে পারতাম না প্রথমে। এখন পরিস্থিতি বদলে গিয়েছে। সবার সঙ্গে মিলেমিশেই কাজ করছি। তবে বাংলা আর এখানকার কাজের ধরণ একটু আলাদা। আমার অবশ্য এই ধারায় কাজ পছন্দ নয়, শরীর একটুও বিশ্রাম পায় না। কিন্তু এখন মানিয়ে নিয়েছি।’
প্রসঙ্গত আগামী ১৫ ই আগস্ট জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই টিভিতে (Hoichoi Tv) আসছে দেবচন্দ্রিমা (Debchandrima Singha Roy) অভিনীত ওয়েব সিরিজ ‘পরিণীতা’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কালজয়ী উপন্যাস অবলম্বনে তৈরি এই ওয়েব সিরিজটিতে ললিতার চরিত্রে অভিনয় করছেন দেবচন্দ্রিমা। অভিনয় জীবনে এমন একটি চরিত্রে অভিনয় করার প্রসঙ্গে অভিনেত্রী এদিন বলেছেন,’অদিতিদি আর শ্রীকান্তদা যে আমার ওপর ভরসা রেখেছেন, তাতে আমি কৃতজ্ঞ। ‘পরিণীতা’ আমার কেরিয়ারের খুব উল্লেখযোগ্য একটা কাজ, তাই এটার জন্য প্রচুর খেটেছিলাম।’
আরও পড়ুন: ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের নায়িকার মুকুটে নতুন পালক! এবার বড় সুযোগ জাতীয় স্তরে
এই ওয়েব সিরিজে দেবচন্দ্রিমার বিপরীতে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty)। তাঁর বিপরীতে নিজেকে ললিতা চরিত্রে তৈরী করার জন্যও দিনরাত এক করে দিয়েছিলেন অভিনেত্রী। এপ্রসঙ্গে এদিন দেবচন্দ্রিমা বলেছেন, ‘গৌরবদার মধ্যে, কথা বলা-হাঁটাচলায় একটা সাবেকিয়ানা রয়েছে। আমার মধ্যে সেটা একেবারেই নেই। আমি ১ মাস ধরে বাড়িতে শাড়ি পরে হাঁটাচলা করতাম। পুরনো দিনের মতো করে কথা বলার চেষ্টা করতাম। বারে বারে চিত্রনাট্য পড়েছি, বই পড়েছি। তবে হ্যাঁ, এই ছবি নিয়ে আগে যা কাজ হয়েছিল, সেগুলো দেখিনি। কারণ তাতে অনুকরণ করার প্রবণতা চলে আসে। যাঁরা এর আগে ললিতার চরিত্রে অভিনয় করেছেন তাঁরা কিংবদন্তি। আমার সঙ্গে তাঁদের তুলনাও চলে না। তাই আমি পরিণীতাকে নিজের মতো করেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’
প্রসঙ্গত পর্দার এই মিষ্টি অভিনেত্রী কিন্তু বাস্তব জীবনে দারুণ বাস্তববাদী। তাই বাড়ি থেকে দূরে মুম্বাইতে মায়ের জন্য মন খারাপ হয় কিনা জানতে চাওয়া হলে এদিন অভিনেত্রী সাফ জানিয়েছেন, ‘আমি ভীষণ বাস্তববাদী। ছোটবেলায় বাবা মারা যান আমার। চোখের সামনে দেখেছি মা কতটা কষ্ট করে আমাদের দুই বোনকে বড় করেছেন। সেই থেকেই মাথায় ঢুকে গিয়েছিল, উপার্জন করাটা জরুরি। যে জায়গাটা অর্জন করেছি, সেটা নিজের জোরে। কেউ আমায় হাত ধরে এই জায়গাটায় পৌঁছে দেয়নি। আজও গলা উঁচু করে বলতে পারি, প্রিয়জনের জন্যও কখনও কাজকে অবহেলা করিনি। কারণ আমি ঠেকে শিখেছি যে প্রিয়জন থাকে না, থেকে যায় কাজটাই।’