বাংলায় ফ্লপ খেয়ে মুম্বই থেকে ডাক, হিন্দি সিরিয়ালে ডেবিউ করছেন বাংলার এই বিকিনি সুন্দরী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরা এখন আরো ভাল সুযোগের খোঁজে পাড়ি দিচ্ছেন বলিউডে। হিন্দি বিনোদন জগতে কাজের পাশাপাশি বাংলাতেও অভিনয় চালিয়ে যাচ্ছেন অনেকেই। এবার এই তালিকায় যোগ হল আরো এক অভিনেত্রীর নাম। ছোটপর্দার চারু ওরফে দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy) এবার ডেবিউ করছেন হিন্দি সিরিয়ালে।

ছোটপর্দার বেশ জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা। একাধিক সিরিয়ালে অভিনয় করলেও তিনি জনপ্রিয়তার চূড়ায় ওঠেন ‘সাঁঝের বাতি’র হাত ধরে। দুটি সিজন ধরে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। জনপ্রিয় হলেও তেমন টিআরপি ওঠেনি সাঁঝের বাতির। তারপর স্টার জলসার ‘সাহেবের চিঠি’ সিরিয়ালে অভিনয় করেন দেবচন্দ্রিমা।

debchandrima singha roy

সেখানেও টিআরপি ওঠেনি তেমন। সময়ের অনেক আগেই শেষ করে দেওয়া হয় সাহেবের চিঠি। বড়পর্দাতেও অভিষেক করে ফেলেছেন দেবচন্দ্রিমা। কিন্তু ছোটপর্দায় ফেরার কথা আর শোনা যায়নি তাঁর মুখে। বরং এদিক ওদিক ঘুরে বেড়াতেই ব্যস্ত দেবচন্দ্রিমা। সদ্য বিদেশে জন্মদিন কাটিয়ে এসেছেন তিনি।

debchandrima

আর তারপরেই এল সুখবর। জানা যাচ্ছে, কালার্সের আসন্ন হিন্দি সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন দেবচন্দ্রিমা। সানশাইন প্রোডাকশনের এই নতুন সিরিয়ালের নাম এখনো পর্যন্ত ঠিক হয়নি। তবে শোনা যাচ্ছে, দেবচন্দ্রিমার বিপরীতে দেখা যেতে পারে ‘উড়তি কা নাম রাজ্জো’ খ্যাত রাজবীর সিংকে।

তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি চ্যানেলের তরফে। দেবচন্দ্রিমাও মুখে কুলুপ এঁটে রেখেছেন। তিনি আপাতত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাজাতে ব্যস্ত। সম্প্রতি তাঁর সঙ্গে আবারো নাম জড়িয়েছিল রিজওয়ান রব্বানি শেখের। যদিও এ ধরণের গুঞ্জন যতবারই শোনা গিয়েছে ততবারই হেসেই উড়িয়ে দিয়েছেন দুজনেই।
দেবচন্দ্রিমার কথায়, রিজওয়ান তাঁর খুব ভাল বন্ধু। কিন্তু তাতে কি আর কানাঘুঁষো থামে? কিন্তু এ বিষয়ে আর কোনো উচ্চবাচ্য করতে শোনা যায় না তাঁদের।

X