পুরোটাই টাকার খেলা! পুরভোটে টিকিট না পেয়ে বিজেপির বিরুদ্ধে বিষ্ফোরক ‘ছোট বউ’ দেবিকা

বাংলাহান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের পর থেকেই একের পর তারকারা নানান অজুহাত দেখিয়ে ছাড়ছেন বিজেপি (bjp)। পুরভোটেও ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। আর ফলাফল বেরোনোর পরই বেসুরো বিজেপির তারকা সদস‍্য দেবিকা মুখোপাধ‍্যায় (debika mukherjee)। পুরভোটে তাঁকে টিকিট না দেওয়ায় দলের বিরূদ্ধে তোপ দেগে বিষ্ফোরক মন্তব‍্য করেছেন পর্দার’ছোট বউ’।

দেবিকার সঙ্গে বিজেপির সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৫ ও ২০১৬ তে পুরভোট এবং বিধানসভা ভোটে প্রার্থীও হয়েছিলেন তিনি। কিন্তু জয়ের মুখ দেখতে পাননি দেবিকা। অবশ‍্য তিনি একা নন, সে সময়ে বিজেপির পুরনো সদস‍্য লকেট চট্টোপাধ‍্যায় ও রূপা গঙ্গোপাধ‍্যায়ও হেরে গিয়েছিলেন ভোটে।

debika mukherjee bjp
এই সময়কে দেবিকা জানান, সে সময়ে এক দলীয় নেতা তাঁকে বলেছিলেন যে তিনি যা ভোট পেয়েছেন তা ই অনেক। কিন্তু এবারে হতাশ হতে হয় দেবিকাকে। ২০২১ এর পুরভোটে আর টিকিট পেলেন না তিনি। ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী জানান তিনি ‘বঞ্চিত’। বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলেও মন্তব‍্য করেছেন তিনি।

দেবিকা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে তিনি যোগ দিয়েছিলেন দলে। এবারে দলের উচিত ছিল তাঁকে টিকিট দেওয়া। কিন্তু দেওয়া হয়নি। তাঁর দাবি, যারা নতুন যোগ দিয়েছেন তারা নাকি টাকার লেনদেনে প্রার্থীপদ পেয়েছেন। অনেকে অনলাইনে টিকিট পেয়েছেন বলে শুনেছেন তিনি। এমনকি দেবিকার অভিযোগ, অনেক তারকা প্রার্থী আছেন যারা পরিশ্রম করেননি। অথচ তারা টিকিটের সঙ্গে সঙ্গে এক কোটি করে টাকাও পেয়েছেন।

এর আগে বিজেপির প্রার্থী তালিকা বাছাই নিয়ে টাকার লেনদেনের অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ‍্যায়। দেবিকার মতে, সবটাই দল জানে। বিজেপির অভ‍্যন্তরের পরিবেশ আর ভাল লাগছে না বলেও দাবি করেছেন তিনি। তবে এখনো তিনি বিজেপি ছাড়েননি। নরেন্দ্র মোদীর প্রতি টান থেকেই এখনো রয়ে গিয়েছেন দলে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর