বাংলাহান্ট ডেস্ক : কার্ডের মাধ্যমে অনলাইন লেনদেনের ক্ষেত্রে গত বছর থেকে শুরু হয় টোকেনাইজ সিস্টেম। মূলত গ্রাহকদের স্বার্থ রক্ষা ও জালিয়াতি রুখতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার্ড এর মাধ্যমে অনলাইন লেনদেনের ক্ষেত্রে শুরু করে টোকেনাইজ সিস্টেম। এই পদ্ধতি চালু হওয়ার ফলে গ্রাহকদের অনলাইন সাইট থেকে কেনাকাটা করার জন্য বারবার কার্ডের তথ্য দিতে হয় না।
শুধুমাত্র একটি টোকেন জেনারেট করেই সম্পন্ন করা যায় লেনদেন। বর্তমান নিয়ম অনুযায়ী এই টোকেন জেনারেট করা যায় শুধুমাত্র মার্চেন্ট পেজ থেকেই। কিন্তু খুব শীঘ্রই সরাসরি ব্যাংকের মাধ্যমেও জেনারেট করা যাবে টোকেন। মনেটারি পলিসি কমিটির বৈঠকের পর আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস গতকাল সাংবাদিক বৈঠকে জানান, সরাসরি ব্যাংকের মাধ্যমে টোকেন জেনারেট করে ভবিষ্যতে লেনদেন করা যাবে।
আরোও পড়ুন : লজ্জিত কৌশিক সেন, বিস্ফোরক অভিযোগ চন্দন সেনের! কামদুনির রায় নিয়ে কী বলছে টলিউড?
এর ফলে আরো বেশি সুরক্ষিত হবে অনলাইন লেনদেন। নতুন নিয়ম চালু হলে ব্যাংক অ্যাকাউন্টের সাথে সরাসরি লিংক করে জেনারেট করা যাবে টোকেন। এতে আরও বেশি সুরক্ষিত থাকবেন গ্রাহকরা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর আগে জানিয়ে দিয়েছিল ব্যাংক বা কোনও ই কমার্স সংস্থা নিজেদের কাছে গচ্ছিত রাখতে পারবেনা গ্রাহকের কার্ডের তথ্য।
আরোও পড়ুন : হলুদ ধাতুর মূল্যে বড়সড় পতন! আজ কত নামল ১০ গ্রাম সোনার দাম? কেনার আগে রেট দেখুন
লেনদেনের পর সাইট থেকে সম্পূর্ণভাবে মুছে দিতে হবে গ্রাহকের কার্ডের তথ্য। আরবিআই জানায়, ‘এনক্রিপটেড টোকেন’-এর ব্যবস্থা করতে হবে গ্রাহকদের লেনদেনের নিরাপত্তার স্বার্থে। গত বছর থেকেই চালু হয় এই নিয়ম। প্রসঙ্গত, আগে অনলাইন মাধ্যমে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করতে হলে গ্রাহককে সাইটে গিয়ে ইনপুট করতে হত ১৬ সংখ্যার কার্ড নম্বর, কার্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ, সিভিভি।
এরপর ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নম্বরে আসত ওটিপি। এরপর ট্রানজাকশন পিন দিয়ে সম্পন্ন হত লেনদেন। আগে কার্ড ব্যবহার করে লেনদেন করলে সংস্থাগুলির কাছে জমা থাকত কার্ডের তথ্য। তবে টোকেন পদ্ধতি চালু হওয়ার পর সংস্থাগুলির কাছে থাকে না গ্রাহকের কার্ডের তথ্য। তবে নতুন এই পদ্ধতিতে আমজনতা এখন উপকৃত হবেন কী না সেটাই দেখার বিষয়।