কোন থানায় কত টাকা ঢালত সারদা, সব তথ্য ফাঁস করলেন দেবযানী

 

বাংলা হান্ট ডেস্ক : প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার কে নিয়ে যখন নাজেহাল সিবিআই, সেই মুহূর্তেই সারদা কেলেঙ্কারির অন্যতম নায়িকা দেবযানি সারদার লাল ডাইরি গোপন তথ্য ফাঁস করলেন। এছাড়াও কোন কোন থানায় মাসে কত টাকা করে দিতে হতো সেকথাও সিবিআইকে জানান দেবযানি।

দেবজানি দাবি করেন, বিধান নগর কমিশনারের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার কে সারদার সব নথি তুলে দিয়েছিলেন তিনি। এমনকি কিছু কিছু নথি বাছা ও করেছিলেন তিনি।

দেবযানীর আরও দাবি, সারদার সব হিসেবে রয়েছে উধাও হয়ে যাওয়া “লাল ডায়েরিতে”। দেবজানি জানিয়েছেন, সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় সারোদাকে প্রতিমাসে দিতে হতো ১০ হাজার টাকা।

IMG 20190921 114452

একসময় সুদীপ্ত ঘনিষ্ঠ দেবযানীর আরও দাবি, বেহালা ও বিষ্ণুপুর থানায় টাকার অংকটা বেশ খানিকটা বেশি। সেখানে প্রতি মাসে ১ লাখ ৬০ হাজার টাকা করে এই দুটি থানায় সেলামি দিত সারদা। শুধু থানা কে ম্যানেজ করেই কাজ চলতো না, সারদার পুলিশ কর্তাদেরও মাসে ৮ লক্ষ করে টাকা দেওয়া হত।

দেবযানী জানান, রোজকার সমস্ত খরচাপাতি হিসেব-নিকেশ লেখা হতো সারদার রোজকার খরচের খাতায়।এই খাতাটিই হল সারদার হারিয়ে যাওয়া ‘ লাল ডায়েরি ‘।

এই প্রসঙ্গে তিনি দেবযানি বলেন, ” সেই খাতাটি বিধান নগর পুলিশ বাজেয়াপ্ত করেছিল কিন্তু সিবিআই সেই খাতা অর্থাৎ লাল ডায়েরি হাতে পাননি।”

সম্পর্কিত খবর