‘জীবদ্দশায় স্বাধীনতা দেখতে চাই…’ মেয়েদের রাত দখল নিয়ে স্বরব তথাগত মুখোপাধ্যায়

আর জি কর কণ্ড সম্পর্কে জানেন না এমন কেউ নেই। সেদিন রাতের ঘটনা সম্পর্কে অবগত প্রত্যেকেই। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার নেপথ্যে নেই কোনও একজন ব্যক্তি। ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন তিন থেকে চারজন। নৃশংস এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে (Meyeder Rat Dokhol) হাজারও ছাত্র ছাত্রীরা। আর জি করের সামনেই বিক্ষোভ দেখাচ্ছে তাঁরা। এরপর প্রেসিডেন্সির প্রাক্তন ছাত্রী রিমঝিমের ডাকে রাস্তায় নামতে (Meyeder Rat Dokhol) চলেছে গোটা পশ্চিমবঙ্গ।

মেয়েদের রাত দখলে অংশ নেবেন স্বস্তিকা মুখোপাধ্যায়, কুয়াশা বিশ্বাস, সোলাঙ্কি রায়, শ্রীমা ভট্টাচার্য, দেবলীনা দত্ত সহ একাধিক অভিনেত্রীরা। নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন তাঁরা। প্রথমে এই দখল নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল শুধুমাত্র যাদবপুর বাস স্ট্রান্ডে। তারপর কলকাতার আরও একাধিক জায়গায় এটির ডাক দেওয়া হয়। ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। ১৪ তারিখ রাতে ৩০০-র ও বেশি এলাকায় জমায়েত হবে পশ্চিমবঙ্গে।

   

Meyeder Rat Dokhol

৪ তারিখ রাতে ৩০০-র ও বেশি এলাকায় জমায়েত হবে (Meyeder Rat Dokhol) পশ্চিমবঙ্গে

এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামছে হাজারও মেয়েরা। তাঁদের এই ঘটনার সমর্থনে দাঁড়িয়েছেন অনেকেই। তবে, দেবলীনা দত্ত একটি ভিডিয়ো শেয়ার করে জানিয়েছেন এই জমায়েতে কোনও রাজনৈতিক পতাকা দেখতে চান না তাঁরা। এই জমায়েত হতে হবে একেবারে অরাজনৈতিক। এমনটা জানিয়েছেন রিমঝিমও। তবে, বেশ কিছুক্ষন এই জমায়েতকে রাজনৈতিক করে তুলতে পারে বলে আশঙ্কা জানাচ্ছেন একাধিক মানুষ।

সম্প্রতি এই ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন অভিনেতা তথা পরিচালক তথাগত মুখোপাধ্যায়ও। তিনি শিশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন ‘জীবদ্দশাতে আজ প্রথমবার “স্বাধীনতা” শব্দের অর্থ চাক্ষুস প্রত্যক্ষ করব গোটা পশ্চিমবাংলা জুড়ে। শুধু মৃত্যুর বিরুদ্ধে নয়,শুধু অত্যাচারের বিরুদ্ধে নয়, দুর্নীতির বিরুদ্ধেও। দেখা হচ্ছে কোথাও না কোথাও।’
এই পোস্টের মাধ্যমে তিনি বুঝিয়েছেন, মেয়েদের রাত দখলের অংশ হিসেবে থাকতে চান তিনিও।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর