বাংলাহান্ট ডেস্ক : এক সময়ে দুর্গাপুজোর অষ্টমীতে গোমাংস রান্না করার কথা বলে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। লাগাতার হুমকি, কটুক্তির মধ্যে পড়তে হয়েছিল তাঁকে। সেটা অবশ্য কয়েক বছর আগের কথা। এবার সেই দেবলীনাকেই দেখা গেল আরএসএস (RSS) এর মঞ্চে। রাষ্ট্রী স্বয়ংসেবক সঙ্ঘের সাংস্কৃতিক শাখা সংষ্কার ভারতীর তরফে সম্মানিত করা হয়েছে দেবলীনাকে। এদিকে এই ঘটনায় নতুন করে ক্ষোভ-বিতর্কের আগুন ছড়িয়েছে বিভিন্ন মহলে।
আরএসএসের (RSS) মঞ্চে সম্মানিত দেবলীনা
মঙ্গলবার কলকাতার জাতীয় গ্রন্থাগারে বাংলা নববর্ষের আগমনী আসরে রাজা শশাঙ্কের মূর্তি উন্মোচন সহ কিছু সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রেখেছিল আরএসএস (RSS) এর শাখা সংষ্কার ভারতী। এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন দেবলীনা। শাখার কেন্দ্রীয় সচিব নীলাঞ্জনা রায়, দক্ষিণবঙ্গের প্রচার মুখপাত্র বিপ্লব রায়, শিক্ষাবিদ অধ্যাপক স্বরূপপ্রসাদ ঘোষদের থেকে মঞ্চে সম্মান গ্রহণ করেন তিনি।
ক্ষোভ জন্মেছে আরএসএসের অন্দরে: আসলে বিগত প্রায় চার বছর ধরেই বাংলায় রাজা শশাঙ্কের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করে চলেছে আরএসএস (RSS)। সেই উপলক্ষেই আয়োজন করা হয়েছিল ওই অনুষ্ঠানের। আর সেখানে দেবলীনার উপস্থিতি এবং সম্মান গ্রহণ নিয়ে চাপা কোভ ছড়িয়ে পড়েছে আরএসএস (RSS) এর অন্দরে। এ বিষয়ে সম্প্রতি মুখ খোলেন আরএসএস এর ক্ষেত্রীয় সহ প্রচার প্রমুখ জিষ্ণু বসু। না, সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। তবে কটাক্ষ শানিয়ে তিনি বলেন, আমাদের জানা সময়ের মধ্যে বঙ্গাব্দ শুরু করেছিলেন শশাঙ্ক। তাঁকে যথাযথ সম্মান প্রদান করাটাই উচিত বলে তিনি মনে করেন।
আরো পড়ুন : চাকরি-সম্মান সব গেল, লক্ষ টাকার মাইনে ছেড়ে এসেছিলেন শিক্ষকতায়, এখন কপাল চাপড়াচ্ছেন দম্পতি
কী বললেন দেবলীনা: অন্যদিকে বিদ্যার্থী পরিষদের প্রাক্তন রাজ্য সম্পাদক তথা হিন্দু সংহতির সভাপতি শান্তনু সিংহ সরাসরি কটাক্ষ করেছেন। অংষ্কারিতকে সংষ্কারিত করার দায়িত্ব নিয়েছে সংষ্কার ভারতী। ওয়াকিবহাল মহলের অনুমান, বছর কয়েক আগে দেবলীনার ‘গোমাংস রান্না’ করার কথাটাই ‘ব্যাক ফায়ার’ করেছে তাঁর দিকে। কেন্দ্রীয় সচিব নীলাঞ্জনা বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও সূত্রের খবর বলছে, সমগ্র বিষয়টির দায় নাকি তিনি চাপিয়ে দিয়েছেন সঙ্ঘের সম্পর্ক বিভাগের উপরে।
আরো পড়ুন : ‘রাজ্য সরকারের অনুমতি ছাড়া কীভাবে…’, আদিবাসীদের জমিতে খাদান ব্যবসায় রিপোর্ট তলব হাইকোর্টের
এদিকে ইতিমধ্যেই এ বিষয়ে মুখ খুলেছেন দেবলীনা। তাঁর বক্তব্য, কোনো ধর্ম বা সংগঠন খারাপ হয়না। মানুষের মধ্যেই ভালো খারাপ গুণ থাকে। ২০২১ এ করা মন্তব্য থেকে অবশ্য সরে দাঁড়াতে নারাজ দেবলীনা। তবে তাঁর বক্তব্য, তিনি নিজে মাছ, মাংস খান না। সম্পূর্ণ নিরামিষাশী। তবে কারোর খাদ্যাভ্যাসে নাক গলানোকে সমর্থন করেন না তিনি।