নবমীর দিন গোমাংস রেঁধে দেবেন, দেবলীনার মন্তব‍্যে গণধর্ষণের হুমকি সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: নবমীর দিন গোমাংস রান্না করে দিতে পারেন, এমন কথা বলার অভিযোগে কট্টরপন্থীদের নিশানায় পড়লেন অভিনেত্রী দেবলীনা দত্ত (debolina dutta)। একটি চ‍্যাট শোয়ে গোমাংস রান্না করা নিয়ে মন্তব‍্য করায় দেবলীনাকে তীব্র কটাক্ষ করে সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি (bjp) নেতা তরুণজ‍্যোতি তিওয়ারি। সেই পোস্টের কমেন্টেই একের পর খুন, ধর্ষণের হুমকি পেয়ে চলেছেন দেবলীনা।

বিষয়টা শুরু থেকেই বলা যাক। একটি সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম আয়োজিত চ‍্যাট শোতে আমন্ত্রিত ছিলেন দেবলীনা। সেখানেই বিজেপি নেতা দিলীপ ঘোষকে প্রশ্ন করা সময় পরিচালক তথা গায়ক অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায়ের মন্তব‍্যের সূত্র ধরে বলেন, তিনি নিজে নিরামিষভোজী। কিন্তু দরকার পড়লে নবমীর দিন তাঁর বাড়িতে গোমাংস রান্না করে দিতে।পারেন।


এতেই ক্ষেপে ওঠেন কট্টরপন্থীরা। সম্প্রতি অপর একটি সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমে আয়োজিত চ‍্যাট শোতে বিজেপি নেতা তরুণজ‍্যোতি তিওয়ারি এই প্রসঙ্গ নিয়ে আইনি ব‍্যবস্থা নেওয়ার হুমকি দেন দেবলীনাকে। এখানেই শেষ নয়, সোশ‍্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি কটাক্ষ করে লেখেন, যারা অভিনয় পেশার সঙ্গে যুক্ত তারা টাকার বিনিময়ে ‘বাঁদর নাচ’ নাচেন।

বিজেপি নেতার এই পোস্টের কমেন্টেই ওঠে অশ্লীল মন্তব‍্যের ঝড়। দেবলীনাকে উদ্দেশ‍্য করে একের পর এক অশালীন মন্তব‍্য থেকে শুরু করে গণধর্ষণ ও খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়। এমনকি রেহাই পাননি অভিনেত্রীর মা ও। এই প্রসঙ্গেই সোশ‍্যাল মিডিয়ায় একটি লম্বা চওড়া পোস্টে মুখ খোলেন দেবলীনার স্বামী তথাগত মুখোপাধ‍্যায়।

সমস্ত কমেন্টের স্ক্রিনশন পোস্টে দিয়ে তথাগত প্রশ্ন ছুঁড়ে দেন, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয় এর আগে একাধিক বার সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন তিনি গোমাংস খেয়েছেন। তখন কোনো প্রশ্ন ওঠেনি কেন? উল্লেখ‍্য, জানা গিয়েছে সব স্ক্রিনশটের তথ‍্য প্রমাণ নিয়ে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করতে চলেছেন দেবলীনা।

সম্পর্কিত খবর

X