প্রেম দিবসেই নতুন শুরু? সিঁথিভরা সিঁদুর নিয়ে কনের সাজে ধরা দিলেন দেবলীনা

বাংলাহান্ট ডেস্ক: গত এক বছরে টলিউড ইন্ডাস্ট্রিতে একাধিক জুটির বিচ্ছেদের খবর মিলেছে। তালিকায় রয়েছে তথাগত মুখোপাধ‍্যায় (Tathagata Mukherjee) ও দেবলীনা দত্তের (Debolina Dutta) নামও। না, তাঁরা আনুষ্ঠানিক ভাবে বিচ্ছেদের কথা ঘোষনা করেননি ঠিকই। তবে বিভিন্ন সংবাদ মাধ‍্যমের কাছে ইঙ্গিত দিয়েছেন যে সম্পর্কটা আর আগের মতো নেই।

তথাগতর সঙ্গে ইন্ডাস্ট্রির এক উঠতি অভিনেত্রীর নাম জড়িয়েছে। কানাঘুঁষো শোনা যাচ্ছে, দুজনে নাকি একই ছাদের তলায় থাকছেন। অপরদিকে দেবলীনার সঙ্গেও এক অভিনেতার নতুন সম্পর্কের গুঞ্জনের খবর ভেসে আসছে। যদিও দুজনের কেউই এইসব গুঞ্জনে শিলমোহর দেননি।

02 10 2020 2913 debolina dutta indian actress 1
তবে প্রেম দিবসে দেবলীনার একটি পোস্টে বেশ শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। আর পড়বে নাই বা কেন? বিয়ের সাজে সিঁথি ভরা সিঁদুর নিয়ে ছবি শেয়ার করেছেন দেবলীনা। লাল বেনারসী, সবুজ ব্লাউজ, কপালে চন্দন ও সিঁদুরের টিপ, মাথায় শোলার মুকুট আর সিঁথি ভরা সিঁদুর। এমনি সাজে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

ক‍্যাপশনে প্রেম দিবসের শুভেচ্ছা জানিয়েছেন দেবলীনা। সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, খুশি নিজেই নিজের জন‍্য আনতে হয়। এবার যদি ভাবতে বসেন বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই আবারো বিয়ের পিঁড়িতে বসেছেন দেবলীনা, তবে ভুল করবেন। বিয়ে তিনি করেছেন ঠিকই, তবে সেটা অভিনয়ের স্বার্থে।

https://www.instagram.com/p/CZ9GXH_vRVa/?utm_medium=copy_link

আসলে কালার্স বাংলার ত্রিশূল সিরিয়ালে অভিনয় করছেন দেবলীনা। সেখানেই সম্প্রতি তাঁর বিয়ে পর্ব দেখানো হয়েছে। সিঁদুর দানের ছবিও শেয়ার ক‍রেছেন অভিনেত্রী। নেহাত মজা করেই ছবিগুলি পোস্ট করেছেন বলে জানিয়েছেন দেবলীনা। তবে মিষ্টি ‘নতুন’ কনের ছবিগুলির ভাইরাল হয়ে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CZ9G0H9te6b/?utm_medium=copy_link

প্রসঙ্গত, তথাগত এর আগে বিচ্ছেদের গুঞ্জনের ব‍্যাপারে জানিয়েছিলেন, নিজের মতো করে জীবন কাটাচ্ছেন তিনি। মা বাবাকে সময় দিচ্ছেন। অশান্তির ছোঁয়া যেন তাঁদের গায়ে না লাগে সেদিকেই নজর রাখছেন। তিনি আরো জানান, তাঁর প্রথম বিয়ে ভাঙার পরে সরাসরি কোনো বিবৃতি দেননি তিনি। এ বারেও কোনো মন্তব‍্য করতে চান না।

অপরদিকে দেবলীনা জানান, তাঁর মায়ের হার্টের অসুখ আছে। শুটিংয়ের কাজ সামলে অসুস্থ মা, নিজের পোষ‍্য তিনটি সারমেয়দের দেখভাল করেই তাঁর দিন কাটছে। এছাড়া আর কোনো বিষয় নিয়ে মন্তব‍্য করতে চান না তিনি। খুব প্রয়োজন না পড়লে একে অপরের সঙ্গে তেমন কথা বলেন না তাঁরা। নতুন বছরে কে কোন সম্পর্ককে স্বীকৃতি দেন সেটাই দেখার।

Niranjana Nag

সম্পর্কিত খবর