বিয়ের পিঁড়িতে দিদি দেবশ্রী, সিঁদুরদানের সময় চোখ ছলছল বোন শুভশ্রীর, দেখুন বিয়ের সব ছবি

বাংলাহান্ট ডেস্ক: ভোটের মরশুমেই বিয়ের সানাই শুভশ্রী গাঙ্গুলীর (subhashree ganguly) পরিবারে। সাত পাকে বাঁধা পড়লেন শুভশ্রীর বড় দিদি দেবশ্রী গাঙ্গুলী (deboshree ganguly)। চৈত্র মাসেই শুভ কাজটা সেরে ফেললেন তিনি। প্রাক্তন সহকর্মী তথা দীর্ঘদিনের বন্ধু অমিত ভাটিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দেবশ্রী।

দীর্ঘ ৭ বছরের বন্ধুত্ব দেবশ্রী ও অমিতের। ২০১৪ সালে এক অফিসে কাজের সূত্রেই আলাপ হয় তাঁদের। আলাপ থেকে বন্ধুত্ব। কিন্তু সে সময় তাঁরা দুজনেই অন‍্য সম্পর্কে ছিলেন। দীর্ঘদিনের বন্ধুত্বের পর গত ১৪ ফেব্রুয়ারি ভ‍্যালেন্টাইনস ডের দিন দেবশ্রীকে প্রেম প্রস্তাব দেন অমিত।

IMG 20210403 185106
বলা বাহুল‍্য, প্রস্তাবে হ‍্যাঁ বলতে দেরি করেননি দেবশ্রী। ২৮ দিন চুটিয়ে প্রেম করার পর ২রা এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন তিনি। তবে ধুমধাম করে নয়‍। নিতান্তই ঘরোয়া ভাবে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন দেবশ্রী।

তিনি জানান, অমিত যেহেতু পাঞ্জাবি তাই তাঁর পরিবারে সব মাসই বিয়ের মাস। তাই শুভ কাজে আর দেরি করেননি দুই পরিবারই। কিন্তু বড় শ‍্যালিকার বিয়ে মিস করে গেলেন রাজ চক্রবর্তী। তিনি ব‍্যস্ত রয়েছেন নির্বাচনী প্রচারে। তাই দিদির বিয়ের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন শুভশ্রী।

https://www.instagram.com/p/CNKj8oBA3CK/?igshid=ay3d733fbhyo

দেবশ্রী আরো জানান, তাঁর সিঁদুরদানের সময় চোখের জল ধরে রাখতে পারেননি বোন শুভশ্রী। দুই মেয়েরই এত সুন্দর বিয়েতে এতদিনে পরিবারটা সম্পূর্ণ হল বলে মত দেবশ্রী শুভশ্রীর মা বাবারও। বিয়ের মেনুতে বাঙালি রান্না থাকলেও দেবশ্রী জানান, আগামী ২৪ এপ্রিল ঘটা করে রিসেপশন হবে। সেদিন অতিথি আপ‍্যায়ন হবে কন্টিনেন্টাল খাবারে।

https://www.instagram.com/p/CNMPD1JAqXa/?igshid=11dffb9z9hdt2

দিদির বিয়ের মুহূর্তের কিছু ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন শুভশ্রী। জামাইবাবু অমিত ভাটিয়াকে পরিবারে স্বাগত জানিয়ে আবেগঘন ক‍্যাপশন লিখেছেন অভিনেত্রী। প্রতিটি ছবিই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর