ট্রেনের জেনারেল কামরায় মাটিতে বসে আসতে হয়েছিল, জীবনের স্ট্রাগলের কথা বললেন শুভশ্রীর দিদি দেবশ্রী

বাংলাহান্ট ডেস্ক: রবিবার গিয়েছে মাদার্স ডে। টলিপাড়ার সিঙ্গল মায়েরাও বিশেষ দিনে উদযাপন করেছেন মাতৃত্ব। এই তালিকায় রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ের (Subhashree Ganguly) দিদি দেবশ্রী গঙ্গোপাধ‍্যায়ও (Deboshree)। তিনিও সিঙ্গল মাদার। একা হাতে বড় করেছেন ছেলে অনীশকে। পাশে পেয়েছেন নিজের মা, বাবা আর বোন শুভশ্রীকেও।

দেবশ্রী জানান, মাত্র ১৯ বছর বয়সে মা হয়েছিলেন তিনি। ২৫ বছর বয়সে বিবাহ বিচ্ছেদ। তখন থেকেই একে অপরকে আঁকড়ে ধরেছিলেন মা ছেলে। কিন্তু একা মা হয়ে ওঠার পথে প্রচুর ঝড় ঝাপটা এসেছে। তার মধ‍্যে অনেকটাই আর্থিক। অনীশকে দার্জিলিংয়ের একটি বোর্ডিং স্কুলে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন দেবশ্রী‌।

IMG 20220510 005345
কিন্তু তখন তাঁর তেমন রোজগার ছিল না। ৩০ হাজার টাকা কম পড়তে এগিয়ে এসেছিলেন বোন শুভশ্রী। তাও সেই সময়ে টাকা পৌঁছাতে দেরি হয়ে গিয়েছিল। কিন্তু স্কুল বুঝেছিল দেবশ্রীর পরিস্থিতিটা। তাই সেযাত্রা ছেলেকে ভর্তি করাতে পেরেছিলেন তিনি।

দার্জিলিং থেকে ফেরার সময়ে ট্রেনের জেনারেল কামরার মেঝেতে বসে এসেছিলেন মা ছেলে। দেবশ্রী বলেন, লড়াইটা আরো কঠিন হত যদি না তাঁর পরিবার পাশে থাকত। বিচ্ছেদের পর মন ভালো করতে ঘুরে আসার জন‍্য নিজের ডেবিট কার্ড দিদির হাতে তুলে দিয়েছিলেন শুভশ্রী। বোনপো অনীশকে নিজের ছেলের মতোই ভালবাসেন মাসি শুভশ্রী।

আজ সমাজে প্রতিষ্ঠিত দেবশ্রী। আগের অভাব আর নেই। বোনের মতো অভিনয়ও শুরু করেছেন সম্প্রতি। দেবশ্রী বলেন, ছেলেকে তিনি বলেছেন জীবনে প্রেম আসবে। যে থাকার সে থাকবে। যে চলে যাওয়ার তা আটকালেও চলে যাবেই। কিন্তু কারোর জন‍্যই চোখের জল ফেলবে না। নিজেকে ভালবাসাটা সবথেকে জরুরি। নিজেও সেটাই শিখছেন দেবশ্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর