অরগ্যাজমের জন্য পুরুষের দরকার নেই, চাহিদা মেটানোর অনেক উপায় আছে: শুভশ্রীর দিদি দেবশ্রী

বাংলাহান্ট ডেস্ক: বোন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) মাধ্যমে প্রাথমিক পরিচিতি পেলেও এখন টলিউডে নিজের যোগ্যতাতেই জনপ্রিয়তা গড়ে তুলছেন দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায় (Deboshree Ganguly)। ইতিমধ্যেই টুকটাক কয়েকটি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। পেয়েছেন প্রশংসাও। তবে ব্যক্তিগত জীবনে কম সংগ্রাম করতে হয়নি তাঁকে। ভালবাসার খোঁজে বারবার ধাক্কা খেয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন দেবশ্রী। সেখানেই তিনি জানান, নিজের চেহারার জন্য প্রাক্তন স্বামীর কাছে উঠতে বসতে খোঁটা শুনতেন। খুব কম বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল দেবশ্রীর। ২৪ বছরের মধ্যেই তাঁর কোলে এসে গিয়েছিল একমাত্র ছেলে ঋষি।

   

subhashree deboshree

দেবশ্রী জানান, বিয়ের সময়ে তিনি রোগাই ছিলেন। কিন্তু মা হওয়ার পরেই ওজন বাড়তে শুরু করে তাঁর। সেই সঙ্গে আসল রূপ বেরিয়ে আসতে শুরু করে তাঁর প্রাক্তন স্বামীরও। দেবশ্রী জানান, বাড়তি ওজন নিয়ে কটাক্ষ তো চলতই। সঙ্গে অন্যান্য সুন্দরী মহিলাদের সঙ্গে তুলনা টেনেও তাঁকে অপমান করতেন তাঁর প্রাক্তন স্বামী।

মাত্র ২৪ বছর বয়সে ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান দেবশ্রী। নিজে উপার্জন করতে শুরু করেন। তবে নিজের পরিবারের কাছে চিরকালই তিনি কৃতজ্ঞ থাকবেন। কারণ বিবাহ বিচ্ছেদের পর তাঁর বাবা মা, বোন তাঁকে আগলে আগলে রেখেছিলেন। দীর্ঘদিন পর ২০২১ এ দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কিন্তু স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে দু মাসেই আলাদা হয়ে যান দেবশ্রী।

অভিনেত্রীর কথায়, মেয়েরা একা থাকলেই ছেলেরা ভাবে যে তার শারীরিক বা আর্থিক চাহিদা আছে। ওই ফাঁকটা দিয়েই তারা ভেতরে ঢোকার চেষ্টা করে। দেবশ্রীর স্পষ্ট কথা, মেয়েরা অনেক স্মার্ট। অরগ্যাজমের জন্য কোনো পুরুষের দরকার নেই। চাহিদা মেটানোর অনেক উপায় আছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর