বাংলাহান্ট ডেস্ক: অভিনয় জগতের বাসিন্দাদের নিয়ে বরাবর মানুষের একটা বদ্ধমূল ধারণা রয়েছে। গ্ল্যামার জগতে আসতে হলে হতে হবে সর্বাঙ্গ সুন্দরী। আর তার জন্য ছিপছিপে রোগা, ফর্সা হতেই হবে। নায়িকা (Actress) হওয়ার জন্য এমন চেহারাই দরকার। বর্তমানে এই স্টিরিওটাইপ ধীরে ধীরে বদলালেও এখনো অনেক অভিনেত্রীকেই চেহারার জন্য কটাক্ষ শুনতে হয়।
অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা বলেন, বাড়তি মেদের জন্য কম কথা শুনতে হয়নি তাঁকে। নিজের মাসিও কটাক্ষ করেছিলেন তাঁকে। তাঁর ওজনের জন্য কে বিয়ে করবে তাঁকে? সেই মাসিকে পালটা জবাব দিয়েছেন সঙ্ঘশ্রী। শুধু তাই নয়, অভিনেত্রীর প্রশ্ন, পরীদের সবসময় আঁকা হয় ফর্সা, রোগা, এক ঢাল চুল নিয়ে। এই ধারণাটা যে শুরু করেছে তার সঙ্গেও কথা বলতে চান সঙ্ঘশ্রী।
অন্যদিকে অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায় বলেন, মোটাকে মোটা বলাই যেতে পারে। তাতে সমস্যার কিছু নেই, যতক্ষণ না অপমান করা হচ্ছে। কিন্তু দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের (Deboshree Ganguly) অভিজ্ঞতা বেশ তিক্ত। তিনি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি। বর্তমানে তিনিও গ্ল্যামার জগতের সদস্য হয়ে উঠেছেন। তবে তার আগে কর্পোরেট কর্মী ছিলেন দেবশ্রী।
তিনি জানান, তাঁর এক সিনিয়র বস একটি মন্তব্য করেছিলেন তাঁকে নিয়ে। ‘সাদা হাতি’ বলে কটাক্ষ করা হয়েছিল দেবশ্রীকে, যা তিনি পরে জানতে পারেন। সেই প্রাক্তন বসের উদ্দেশেও বার্তা দেন শুভশ্রীর দিদি। তিনি এখনো ওই একই চাকরি, একই জীবনে আটকে রয়েছেন। অন্যদিকে দেবশ্রী অনেকটাই এগিয়ে গিয়েছেন নিজের জীবনে।
অভিনেত্রীদের ওজন, চেহারা নিয়ে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে একটি ছবি আনতে চলেছেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। ‘ফাটাফাটি’ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়। প্লাস সাইজ মডেলের চরিত্রটির জন্য ২৫ কেজি ওজন বাড়িয়েছেন অভিনেত্রী। আগামী মে মাসে মুক্তির অপেক্ষায় থাকা ফাটাফাটি ছবিটির প্রচারেই ওজন নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রীরা।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা