বাংলা হান্ট ডেস্ক: প্রায় বেশ কিছু সময় পর রায়দিঘির তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবশ্রী রায় কে বৃহস্পতিবার বিধানসভার লবিতে দেখা গেল৷ তথ্য সংস্কৃতি দপ্তরের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে এসেছিলেন তিনি৷ এদিন দেবশ্রী জানান, তিনি যে এনজিওটি চালান তার আর্থিক অনুদান পেতে দিল্লির বিজেপির সদর দপ্তরে গিয়েছিলেন দেবশ্রী৷
উল্লেখ্য, গত ১৪ ই আগস্ট বিজেপিতে যোগ দেওয়ার নিরিখে দিল্লি গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়৷ সেদিন তাদেরকে ছাড়াও BJP-র সদর দপ্তরে দেখা গেছিল দেবশ্রীকেও৷ এই ঘটনার পর থেকেই দেবশ্রী বিজেপিতে যোগ দেবেন কিনা এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছিল জল্পনা৷ আজ এ প্রসঙ্গে নিজেই মুখ খোলেন দেবশ্রী, তিনি অবিলম্বে জানান তাঁর নিজস্ব একটি NGO রয়েছে। বিজেপি তাকে আশ্বাস দিয়েছিল যে তারে এনজিও কে অনুদান দেওয়া হবে৷ এই আর্থিক অনুদান পাওয়ার জন্যই তিনি সেদিন বিজেপির দিল্লির সদরদপ্তরে গিয়েছিলেন। শুধু তাই নয় দেবশ্রী রায় অভিযোগ জানিয়ে বলেছেন রীতিমতো উদ্দেশ্যের সাথে তার বিরুদ্ধে বিভিন্ন গুজব রটানো চলছে৷ দেবশ্রী জানান, তিনি যেমন তৃণমূলে ছিলেন, তেমন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন৷
শুধু তাই নয় দিন খানিকটা অভিমান করেই দেবশ্রী আরো জানান, মুখ্যমন্ত্রীর উচিত ছিল এই পুরো বিষয়টা নিয়ে আমার সঙ্গে কথা বলা। উনি নিজে থেকে কথা বলতে না চাইলেও রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী ববি হাকিম এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারতেন। কারণ অন্য বিভিন্ন বিষয় নিয়ে ববি হাকিম আমার সঙ্গে আলোচনা করেন। আমি BJP-তে আদৌ যোগদান করতে যাচ্ছি কি না, বা দিল্লিতে BJP-র সদর দপ্তরে কেন আমি গিয়েছিলাম. তা জানতে চাইতেই পারতেন মুখ্যমন্ত্রী বা ববি হাকিম। আমি খুব ব্যথিত। মর্মাহত সমগ্র ঘটনায়।”