ভুলতে পারেননি আজও! কার নাম শুনলেই এখনও বিরক্ত হন দেবশ্রী রায়?

বাংলা হান্ট ডেস্ক : সম্পর্কের পাট চুকিয়েছেন অনেকদিন আগেই। মুখ দেখা-দেখি কিংবা কথাবার্তাও বন্ধ পুরোপুরি। অথচ একটা সময় তাঁরাই  বাংলা সিনেমার (Bengali Cinema) দর্শকদের উপহার দিয়েছিলেন একের পর এক হিট সিনেমা। আজও তাঁদের জুটি এভারগ্রীন সিনেমা প্রেমীদের কাছে। কথা হচ্ছে বাংলা সিনেমার ‘প্রাক্তন জুটি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং দেবশ্রী রায় (Deboshree Roy) সম্পর্কে।

কার নাম শুনলেই বিরক্ত হন দেবশ্রী রায় (Deboshree Roy)?

অভিনয় সূত্রেই আলাপ হয়েছিল বুম্বা-চুমকির। ভালোবেসে বিয়ে করে সংসারও পেতে ছিলেন তাঁরা। কিন্তু সুখের হয়নি তাঁদের দাম্পত্য জীবন। ১৯৯২ সালে বিয়ে হলেও মাত্র তিন বছরের মাথায় অর্থাৎ ১৯৯৫ সালে পাকাপাকিভাবে ডিভোর্স হয়ে যায় তাঁদের। এখন যদিও প্রসেনজিৎ এগিয়ে গিয়েছেন নিজের জীবনে। দেবশ্রীর (Deboshree Roy) সাথে বিয়ে ভাঙার পরেও দু’বার বিয়ে করেছেন তিনি।

বর্তমানে তৃতীয় শ্রী তথা অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের সাথে সুখে সংসার করছেন তিনি। রয়েছে তাদের এক পুত্র সন্তানও। তবে প্রসেনজিতের সাথে ডিভোর্সের পর দেবশ্রী (Deboshree Roy) নিজের জীবনে এগিয়ে চললেও আর বিয়ে করেননি। অতীত সম্পর্কে কোনো প্রশ্ন শুনতে পছন্দ করেন না একবারেই। কিন্তু একবার এই প্রসঙ্গেই অভিনেত্রীর কাছে প্রশ্ন হয়েছিল।

আরও পড়ুন : বলিউডের একমাত্র অভিনেত্রী, যাঁর রয়েছে আস্ত একটা দ্বীপ! চমকে দেবে নাম

কিন্তু সেই বিষয়টা তিনি একেবারেই পছন্দ করেননি। আর সেকথা মুখে না বললেও বুঝিয়ে দিয়েছিলেন চোখ-মুখের হাবভাবে। আর খুব স্পষ্ট জবাবে জানিয়ে দিয়েছিলেন তিনি এই বিষয়ে কোন মন্তব্য করতে চান না। একটা সময় অভিনয় থেকে সরে গিয়ে রাজনীতির ময়দানে নেমেছিলেন দেবশ্রী। তবে আবার তিনি ফিরে এসেছেন শুটিং ফ্লোরে।

Deboshree Roy

এখন একের পর এক অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন তিনি। অন্যদিকে পুরদমে নতুনদের সাথে পাল্লা দিয়ে অভিনয় চালিয়ে যাচ্ছেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি নিজেকে এই নামে পছন্দ না করলেও দর্শকদের কাছে তিনি তাই’ই। আজও তাঁর  স্টারডম টেক্কা দিতে পারে যে কোনো নতুন-পুরনো টলিউড সুপারস্টারদের।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর