১০ দিনে ঋণ মাফ, ১৫ মিনিটে চীন সাফ! এত উন্নত মানের মাদক কোথায় পান রাহুল গান্ধীঃ আক্রমণ বিজেপির নেতার

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ লাদাখে চীনা আগ্রাসনকে কেন্দ্র করে কেন্দ্র সরকারকে প্রথম থেকেই বিঁধে এসেছেন কংগ্রেসের প্রাক্তন নেতা রাহুল গান্ধী (Rahul gandhi)। এবার রাহুল গান্ধীর করা মন্তব্যের পাল্টা জবাব দিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা নরোত্তম মিশ্র (Narottam Mishra)। পাল্টা প্রশ্ন বাণে ঘায়েল করলেন রাহুল গান্ধীকে।

চীন বিরোধের বিষয়ে নানা সময়ে নানান মন্তব্য করেছেন কংগ্রেসের প্রাক্তন নেতা রাহুল গান্ধী। চীনের বিরুদ্ধে নেওয়া কেন্দ্রের পদক্ষেপ সর্বদাই তাঁর অযৌক্তিক লেগেছে। তিনি মনে করেন, চীন ভারতের বিরাট অংশ দখল করে বসার পরও, ভারত সরকার নির্বাক দর্শকের ভূমিকায় রয়েছে। কিন্তু কংগ্রেস সরকার ক্ষমতায় থাকলে, চীনকে উচিত শিক্ষা দিত।

রাহুল গান্ধীর বক্তব্য
সম্প্রতি রাহুল গান্ধী রাহুল গান্ধী হরিয়ানার এক সভায় উপস্থিত হয়ে বিভিন্ন বিষয়ের পাশাপাশি চীন ইস্যু নিয়েও মুখ খোলেন। কেন্দ্র সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘কংগ্রেসের সরকার যদি এই সময় কেন্দ্রের ক্ষমতায় থাকত, তাহলে মাত্র ১৫ মিনিটের মধ্যে চীনা সেনাদের ফেরত পাঠিয়ে দিত। আমাদের সরকার ক্ষমতায় থাকলে, বিন্দুমাত্র সময় নষ্ট না করে মাত্র ১৫ মিনিটের মধ্যেই চীনা সেনাদের নিজেদের ভূখণ্ডে ফেরত পাঠিয়ে দিত’।

রাহুল গান্ধী আরও বলেন, এই গোটা বিশ্বে একমাত্র ভারতেরই ১২০০ বর্গকিলোমিটার জায়গা দখল করে নিয়েছে অন্য দেশের সেনারা। কিন্তু সব জেনেও প্রধানমন্ত্রী মোদী জি বলছেন দেশের জমি কেউ দখল করতে পারেনি’।

পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা
কংগ্রেসের প্রাক্তন নেতা রাহুল গান্ধীর এই মন্তব্যকে কেন্দ্র করেই সরগরম রাজনৈতিক মহল। রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাবে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা নরোত্তম মিশ্র বলেন, ‘মাত্র ১০ দিনে ঋণ মুকুব, আর মাত্র ১৫ মিনিটেই চীন সাফ! আমি সেই গুরুকে অনেক প্রণাম জানাই, যিনি এই মহান মানুষকে পড়িয়েছেন। এত উন্নত মানের নেশার দ্রব্য উনি কোথা থেকে পান?’

সম্পর্কিত খবর

X